Home Uncategorized নরসিংদীর ঘোড়াশাল পৌরসভা নির্বাচনে প্রার্থীদের আনুষ্ঠানিক প্রচারণা শুরু

নরসিংদীর ঘোড়াশাল পৌরসভা নির্বাচনে প্রার্থীদের আনুষ্ঠানিক প্রচারণা শুরু

by বাংলাপ্রেস ডেস্ক
A+A-
Reset

নরসিংদী প্রতিনিধি : নরসিংদীর ঘোড়াশাল পৌরসভা নির্বাচন ৭২ জন প্রার্থীর আনুষ্ঠানিক প্রচারণা শুরু হয়েছে। মঙ্গলবার ১৯ অক্টোবর সকাল থেকে প্রার্থীরা তাদের প্রতীক নিয়ে আনুষ্ঠানিক ভাবে প্রচারণা শুরু করেছেন।

নৌকা প্রতীক নিয়ে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ও পলাশ উপজেলা আওয়ামী যুবলীগ সাধারণ সম্পাদক আল মোজাহিদ হোসেন তুষার, মোবাইল প্রতীক নিয়ে আওয়ামী লীগ বিদ্রোহী (স্বতন্ত্র) প্রার্থী বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় উপকমিটির সাবেক যুগ্ম সম্পাদক তানজিরুল হক রনি ও হাত পাখা নিয়ে ইসলামী শাসনতন্ত্র আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী ও ইসলামী যুব আন্দোলন পলাশ উপজেলা শাখার সভাপতি ইকরাম হোসেন প্রথমে তাদের নিজ নিজ মহল্লা থেকে প্রচারণা শুরু করেছেন।

দেখা গেছে, কাউন্সিলর প্রার্থীরাও তাদের নিজ নিজ ওয়ার্ডে জোরে শোরে প্রচারণা চালাচ্ছেন। ভোটারদের কাছে টানতে দিচ্ছেন নানা প্রতিশ্রুতি।

এর আগে সোমবার নির্বাচন কমিশন থেকে পাওয়া সর্বশেষ তথ্য অনুযায়ী চূড়ান্ত চূড়ান্ত ভাবে ৩ জন মেয়র প্রার্থীসহ ৭২ জনের মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হয়। এর মধ্যে পুরুষ কাউন্সিলর প্রার্থী ৫৩ জন ও সংরক্ষিত মহিলা কাউন্সিলর প্রার্থী ১৬ জন।

সবকিছু ঠিক থাকলে আগামি ২ নভেম্বর ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে ঘোড়াশাল পৌরসভায়। ভোট গ্রহণের ৩৪ ঘণ্টা আগে প্রার্থীদের প্রচারণা বন্ধ করতে হবে। এবারের পৌর নির্বাচনে ৯ টি ওয়ার্ডে ২৪ টি ভোট কেন্দ্রে ও ১৮৬ টি বুথে ৬২ হাজার ২৪৮ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ কর বেন। তাদের মধ্যে নারী ভোটার ৩০ হাজার ৩৮৭ জন ও পুরুষ ভোটার ৩১ হাজার ৮৬১ জন।

এ ব্যাপারে নরসিংদী জেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং কর্মকর্তা মো. মেছবাহ্ উদ্দিন বলেন, দলের মনোনীত মেয়র প্রার্থীরা তাদের দলীয় প্রতীকই বরাদ্দ পেয়েছেন। স্বতন্ত্র প্রার্থীরা অন্য প্রতীকগুলো থেকে পছন্দের প্রতীক নিয়েছেন।

আগামী ২ নভেম্বর ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ঘোড়াশাল পৌরসভায়। ভোটগ্রহণের ৩৪ ঘণ্টা আগে প্রার্থীদের প্রচারণা বন্ধ করতে হবে। এবারের পৌর নির্বাচনে ৯ টি ওয়ার্ডে ২৪ টি ভোট কেন্দ্রে ও ১৮৬ টি বুথে ৬২ হাজার ২৪৮ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। তাদের মধ্যে নারী ভোটার ৩০ হাজার ৩৮৭ জন ও পুরুষ ভোটার ৩১ হাজার ৮৬১ জন।

এ ব্যাপারে নরসিংদী জেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং কর্মকর্তা মো. মেছবাহ্ উদ্দিন বলেন, দলের মনোনীত মেয়র প্রার্থীরা তাদের দলীয় প্রতীকই বরাদ্দ পেয়েছেন। স্বতন্ত্র প্রার্থীরা অন্য প্রতীকগুলো থেকে পছন্দের প্রতীক নিয়েছেন।

বিপি/কেজে

You may also like

Leave a Comment

কানেকটিকাট, যুক্তরাষ্ট্র থেকে প্রকাশিত বৃহত্তম বাংলা অনলাইন সংবাদপত্র

ফোন: +১-৮৬০-৯৭০-৭৫৭৫   ইমেইল: [email protected]
স্বত্ব © ২০১৫-২০২৩ বাংলা প্রেস | সম্পাদক ও প্রকাশক: ছাবেদ সাথী