Home Uncategorized কমলনগরে আ.লীগের সভাপতিসহ তিন চেয়ারম্যান প্রার্থীর মনোনয়নপত্র বাতিল

কমলনগরে আ.লীগের সভাপতিসহ তিন চেয়ারম্যান প্রার্থীর মনোনয়নপত্র বাতিল

by বাংলাপ্রেস ডেস্ক
A+A-
Reset

সুলতানা মাসুমা।লক্ষ্মীপুর প্রতিনিধিঃ ঋণ খেলাপীর দায়ে লক্ষ্মীপুরের কমলনগর উপজেলায় আওয়ামী লীগের সভাপতি চর লরেন্স ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী একেএম নুরুল আমিন মাস্টার (নৌকা প্রতীক) সহ তিন চেয়ারম্যান প্রার্থীর মনোনয়নপত্র বাতিল হয়েছে।

বৃহস্পতিবার (২১ অক্টোবর) বিকেল ৫টায় উপজেলা রিটার্নিং কর্মকর্তা মো. জায়েদুল হোসেন চৌধুরী তাদের মনোনয়নপত্র বাতিলের বিষয়টি নিশ্চিত করেন।

বাতিল হওয়া অপর দুইজন হলেন চর কাদিরা ইউনিয়নের স্বতন্ত্র প্রার্থী হোসেন আহাম্মদ হাওলাদার ও চরমার্টিন ইউনিয়নের স্বতন্ত্র প্রার্থী এবিএম বাবুল মুন্সি।

এ ছাড়াও, ঋণ খেলাপীর দায়ে চর মার্টিন ইউনিয়নের সাধারণ সদস্য পদে ১ নম্বর ওয়ার্ডের মো. মালেক ও ৩ নম্বর ওয়ার্ডের মো. সেলিমের মনোনয়নপত্র বাতিল করা হয়। আগামী ১১নভেম্বর উপজেলার ৩ ইউনিয়নে ভোট অনুষ্ঠিত হবে।

বিপি/আর এল

You may also like

Leave a Comment

কানেকটিকাট, যুক্তরাষ্ট্র থেকে প্রকাশিত বৃহত্তম বাংলা অনলাইন সংবাদপত্র

ফোন: +১-৮৬০-৯৭০-৭৫৭৫   ইমেইল: [email protected]
স্বত্ব © ২০১৫-২০২৩ বাংলা প্রেস | সম্পাদক ও প্রকাশক: ছাবেদ সাথী