দুলাল হক, ঠাকুরগাঁও প্রতিনিধি: সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে ঠাকুরগাঁও সদর উপজেলার ঢোলারহাটে সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা কমিটির” সদস্যগনের সহিত আইন শৃংখলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
২২ অক্টোবর শুক্রবার বিকেলে ঢোলারহাট ইউনিয়ন পরিষদ সভাকক্ষে এ মতবিনিময় সভায় ঢোলারহাট ইউপি চেয়ারম্যান সীমান্ত কুমার বর্মন নির্মলের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, ঠাকুরগাঁও সদর উপজেলা নির্বাহী অফিসার আবু তাহের মোঃ সামছুজ্জামান। এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, ঠাকুরগাঁও সদর উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও রাজাগাঁও ইউপি চেয়ারম্যান মোশারুল ইসলাম সরকার, রুহিয়া থানার অফিসার ইনচার্জ চিত্ত রঞ্জন রায়, রুহিয়া থানা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আবু সাঈদ বাবু, জেলা পরিষদ সদস্য নৃপেন্দ্র নাথ ঝা, ২নং আখানগর ইউনিয়ন আওয়ামিলীগের সভাপতি ও সাবেক চেয়ারম্যান রোমান বাদশা প্রমুখ।
রুহিয়া থানার ৩টি ইউনিয়ন, ২নং আখানগর, ১৪নং রাজাগাঁও ও ২১নং ঢোলারহাট ইউনিয়নের চেয়ারম্যান ও ইউপি সদস্যবৃন্দ, বিভিন্ন ইউনিয়নের আওয়ামী লীগের সভাপতি-সম্পাদক, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, গ্রাম পুলিশ, ইমাম, পুরোহিত ও সুশীল সমাজের নের্তৃবৃন্দগন উপস্থিত ছিলেন।
প্রধান অতিথি ও অন্যান্য বক্তাগন বক্তব্যে বলেন, এখানে কেউ সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার চেষ্টা করলে তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। কোন গুজবে কান না দেওয়ার জন্যে সকলের প্রতি অনুরোধ জানানোর পাশাপাশি কোথাও কোন এ ধরনের ঘটনা ঘটলে সাথে সাথে আইন শৃংখলা বাহিনীকে অবহিত করতে সকলের প্রতি অনুরোধ জানানো হয়। অনুষ্ঠান সঞ্চালনা করেন ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক সুরেশ চন্দ্র বর্মন।
বিপি। আর এল