দুলাল হক,ঠাকুরগাঁও প্রতিনিধি:ঠাকুরগাঁও সদর উপজেলার রুহিয়ায় ইএসডিও-এসইপি প্রকল্পের আওতায় পরিবেশ অগ্নি নিরাপত্তা বিষয়ক প্রশিক্ষণ ও অগ্নি নির্বাপণ মহড়া অনুষ্ঠিত হয়েছে। ২৪ অক্টোবর রবিবার দুপুরে রুহিয়া ইউনিয়ন পরিষদ চত্বরে এ মহড়া অনুষ্ঠিত হয়।
মহড়ার পূর্বে, অগ্নি নির্বাপণের বিভিন্ন দিক তুলে ধরে আলোচনা করেন ঠাকুরগাঁও ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স(ডিএডি) ফারহাদ হোসেন। এসময় উপস্থিত ছিলেন,ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মনিরুল হক বাবু,প্রকল্প ব্যবস্থাপক ইএসডিও-সাসটেইনেবল এন্টারপ্রাইজ প্রজেক্ট (এসইপি) আবু বককর সিদ্দিক আবু, কুমেন্টশন অফিসার প্রত্যয় চ্যাটার্জী ও এন্টারপ্রাইজ ডেভেলপমেন্ট অফিসার এম, এ কাহার বকুল উপস্থিত ছিলেন। এতে রুহিয়া থানা পুলিশ, ফায়ার সার্ভিস টিমের অন্যান্য সদস্যরা অংশ গ্রহণ করেন।
ফায়ার সার্ভিস ইউনিটের ফাইটার সদস্যরা অগ্নি নির্বাপণ মহড়ায় গ্যাস সিলিন্ডারে আগুন লাগিয়ে দিয়ে বিভিন্ন কৌশলে আগুন নিভিয়ে দেন। আগুন দেখে তাৎক্ষনিক করনীয়, সিলিন্ডারের আগুন নিভানো, সিলিন্ডার সমান বালতির মাধ্যমে কিভাবে আগুন নিভানো, ভিজা কম্বল বা কাথা ভিজিয়ে আগুন নিভানো এবং ড্রামে আগুন দিয়ে ভেজা বস্তা দিয়ে আগুন নিভানোর কৌশল শিখিয়ে দেন।
বিপি/কেজে