গাজীপুর প্রতিনিধি: গাজীপুরের কাপাসিয়া থানাধীন চাঁদপুর ইউনিয়নের আমেরিকান প্রবাসী সবুজ মাহমুদের বাড়ি থেকে সাড়ে সাত লাখ টাকা চুরির দায়ে তানিয়া শিকদার (২৮) নামে এক শীর্ষ নারী চোরকে গ্রেফতার করেছে কাপাসিয়া থানা পুলিশ।
ঘটনাটি ঘটে চাঁদপুর ইউনিয়ন চাঁদপুর বাজার সংলগ্ন আমেরিকান প্রবাসী সবুজ মাহমুদের বাড়িতে। প্রতারক তানিয়া শিকদার আমেরিকান প্রবাসী সেজে অভিনব কায়দায় প্রবাসী সবুজ মাহমুদের কাছ থেকে এসেছে বলে তার মায়ের কাছে পরিচয় দেয়। ছেলে সম্পর্কে কিছু কথা বলার পরে মা বিশ্বাসে আবেগে আপ্লুত হয়ে অতিথি আপ্যায়নে ব্যস্ত হয়ে পড়েন এরই ফাঁকে প্রতারক তানিয়া শিকদার কেবিনেটের ভেতরে থাকা সাত লক্ষ পঞ্চাশ হাজার টাকা হাতিয়ে নিয়ে মুহূর্তের মধ্যেই উধাও হয়ে যায়।
এ ঘটনায় প্রবাসী সবুজের ভাই দিদার হোসেন বাদী হয়ে (১লা অক্টোবর ২০২১ ইং) তারিখে অজ্ঞাত আসামীর বিরুদ্ধে কাপাসিয়া থানায় একটি মামলা দায়ের করেন মামলা নং-(১) ।
পুলিশ পরিদর্শক আমিরুল ইসলাম গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।
গত রবিবার (২৪ অক্টোবর ২০২১ইং) ওই্ ঘটনায় অভিযুক্ত প্রতারক তানিয়া শিকদারকে বিকেল ৩:৩০ টায় গোপন সাংবাদের ভিত্তিতে কাপাসিয়া থানার অফিসার ইনচার্জ এএফএম নাসিম এর দিক নির্দেশনায়, ওসি অপারেশন আমিরুল ইসলামের গতিশীল নেতৃত্বে এসআই জাহাঙ্গীর আলম ও এসআই মোশাররফ হোসেন চৌধুরী, তথ্য প্রযুক্তির সহায়তায় টংগী পূর্ব থানাধীন এলাকায় দীর্ঘক্ষন অভিযান চালিয়ে আন্তঃজেলা চোর দলের শীর্ষ নারী সদস্য তানিয়া শিকদারকে গ্রেফতার করতে সক্ষম হয়। আসামি তানিয়া শিকদারের বিরুদ্ধে ঢাকাসহ বিভিন্ন থানায় ১৫টি চুরি প্রতারণার মামলা রয়েছে বলে তদন্ত অফিসার এসআই জাহাঙ্গীর আলম জানায়।
আসামি তানিয়ার সিকদারকে পেনাল কোড ৪০৬/৪২০/৩৮০ ধারায় বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়। গ্রেপ্তারকৃত আসামি তানিয়া শিকদার জয়দেবপুর থানার গজারিয়া পাড়া গ্রামের পিতামৃত হাসানের মেয়ে।
এ বিষয়ে কাপাসিয়া থানার অফিসার ইনচার্জ এএফএম নাসিম জানান, চুরির ঘটনায় থানায় একটি মামলা হয়। পুলিশ দীর্ঘ সময় খোঁজাখুঁজির পর টঙ্গী পূর্ব থানা এলাকা থেকে তাকে আটক করেন। সোমবার নারী চোর আসামি তানিয়া শিকদারকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়।
বিপি/আর এল