সুলতানা মাসুমা,রায়পুর (লক্ষ্মীপুর) প্রতিনিধি : ২০১৯ সালের ৭ সেপ্টেম্বর লক্ষ্মীপুরের রায়পুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) হিসেবে যোগ দেন সাবরীন চৌধুরী। যোগদানের পর থেকে তিনি উপজেলার তৃণমূল মানুষের কল্যাণে কাজ শুরু করেন। ২০২১ সালের ২৭ অক্টোবর পর্যন্ত সফলতার সাথে প্রায় দুই বছর দায়িত্ব পালন করেন। তাঁর নতুন কর্মস্থল প্রধানমন্ত্রীর কার্যালয়।
বুধবার (২৮ অক্টোবর) রায়পুর উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে পরিষদের পক্ষ থেকে বিদায়ী ইউএনও সাবরীন চৌধুরীকে সংবর্ধনা দেওয়া হয়।
উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ মামুনুর রশিদের সভাপতিত্বে এ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, লক্ষ্মীপুর-২ রায়পুর আসনের সংসদ সদস্য এডভোকেট নুর উদ্দিন চৌধুরী।
এছাড়া অন্যদের মধ্যে সহকারি কমিশনার ভূমি রাসেল ইকবাল, আ’লীগের সাধারণ সম্পাদক হাজি ইসমাইল খোকন, পৌরসভার মেয়র গিয়াস উদ্দিন রুবেল ভাট, ওসি আবদুল জলিল, সাস্থ্যকর্মকর্তা মোঃ জাকির হোসেন, সাবেক মেয়র রফিকুল হায়দার বাবুল পাঠান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান এডভোকেট মারুফ বিন জাকারিয়া, মহিলা ভাইস চেয়ারম্যান মাজেদা বেগম, চরমোহনা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শফিকুর রহমান পাঠান, মুক্তিযোদ্ধা ডিপুটি কমান্ডার শফিক উল্যা, শিক্ষক নেতা অধ্যক্ষ মাওলানা নিজাম উদ্দিন প্রমূখ।
সভায় সাংসদসহ বক্তারা বলেন, সাবরীন চৌধুরী যোগদানের শুরু থেকে শেষ পর্যন্ত দায়িত্বশীল ভূমিকা পালন করেন। অবৈধ বালু উত্তোলন, নারি নির্যাতন রোধ, মাদকসহ নানা অপরাধ কর্মকান্ডের বিরুদ্ধে তাঁর ভূমিকা ছিল প্রশংসনীয়। উপজেলা পরিষদ ছাড়াও তৃণমূল লোকজনের পক্ষ থেকেও তাকে বিদায়ী সংবর্ধনা দেওয়া হয়েছে। সংশ্লিষ্ট সবার ভালবাসায় বিদায় নিলেন ইউএনও। মুগ্ধ হয়েছেন বিদায়বেলা। তিনি বলেছেন, রায়পুরবাসীকে তিনি কখনই ভুলতে পারবেন না। সবশেষে সকলের কাছে ক্ষমা প্রার্থনা চান।
বিপি/কেজে