Home Uncategorized দেবীগঞ্জে ব্রীজ নির্মাণের ভিত্তি প্রস্তরের উদ্ধোধন করেন রেলমন্ত্রী

দেবীগঞ্জে ব্রীজ নির্মাণের ভিত্তি প্রস্তরের উদ্ধোধন করেন রেলমন্ত্রী

by বাংলাপ্রেস ডেস্ক
A+A-
Reset

দেবীগঞ্জ(পঞ্চগড়) থেকে সংবাদদাতা: দেবীগঞ্জ উপজেলার কালিস্থান কাউয়াখালী এলাকায় তিস্তা নদীর উপর ব্রীজ নির্মাণের ভিত্তি প্রস্তর এর উদ্ধোধন করা হয়। রেলপথ মন্ত্রী মো: নুরল ইসলাম সুজন এমপি শনিবার দুপুরে ভিত্তি প্রস্তরের উদ্ধোধন করেন।

মন্ত্রী বলেন, সরকার উন্নয়নের রাজনীতিতে বিশ্বাসী। সরকার পরিকল্পিতভাবে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে। রাস্তা, বিদ্যুত, অবকাঠামো নির্মাণ, কৃষিতে ভর্তকি, গরীবদের মাঝে ঘর প্রদান , ফ্লাইওভার নির্মাণ, রাজধানীতে মেট্রো রেল চালু করনের কাজ করছে। সরকারের লক্ষ্য হলো ২০৪১ সালে বাংলাদেশকে একটি উন্নত ও সমৃদ্ধশালী দেশ হিসেবে বিশ্বের মানচিত্রে তুলে ধরা।

মন্ত্রী সকল ভেদাভেদ ভূলে শেখ হাসিনার পাশে থাকার জন্য সবাইকে আহবান জানান। প্রায় সাড়ে ৬ কোটি টাকা ব্যয়ে ২৭০ গজ লম্বা ব্রীজ নির্মাণ কাজ বাস্তবায়ন করবেন স্থানীয় সরকার প্রকৌশলী বিভাগ।

উপজেলা নির্বাহী অফিসার প্রত্যয় হাসান সভায় সভাপতিত্ব করেন। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, এলজিইডির সিনিয়র সহকারি প্রকৌশলী আব্দুর রহিম আকন্দ, উপজেলা আওয়ামী লীগের সভাপিত ও সাধারণ সম্পাদক গিয়াস উদ্ধীন চৌধুরী ও হাসনাত হামান চৌধুরী জর্জ,উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ও ৭নং টেপ্রীগঞ্জ ইউনিয়নের চেয়ারম্যান গোলাম রহমান সরকার,দেবীগঞ্জ পৌরসভার মেয়র আবু বকর সিদ্দিক আবু সহ উপজেলা আওয়ামী লীগের নেতা কর্মিরা।

বিপি/কেজে

You may also like

Leave a Comment

কানেকটিকাট, যুক্তরাষ্ট্র থেকে প্রকাশিত বৃহত্তম বাংলা অনলাইন সংবাদপত্র

ফোন: +১-৮৬০-৯৭০-৭৫৭৫   ইমেইল: [email protected]
স্বত্ব © ২০১৫-২০২৩ বাংলা প্রেস | সম্পাদক ও প্রকাশক: ছাবেদ সাথী