দুলাল হক,ঠাকুরগাঁও প্রতিনিধি: আসন্ন ইউপি নির্বাচন ২০২১ কে সামনে রেখে ঠাকুরগাঁও সদর উপজেলার ২০নং রুহিয়া পশ্চিম ইউনিয়নে দলীয় প্রার্থী নির্বাচনের লক্ষ্যে ইউনিয়ন আওয়ামী লীগের অয়োজনে এক বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে।
৩০ অক্টোবর (শনিবার) বিকালে রুহিয়া থানা আওয়ামীলীগ অফিসে এ সভা অনুষ্ঠিত হয়। ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আশরাফুল ইসলামের সভাপতিত্বে বর্ধিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ,রুহিয়া থানা আওয়ামীলীগের সভাপতি পার্থ সারথি সেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রুহিয়া থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু সাঈদ বাবু, থানা আওয়ামীলীগের সহ-সভাপতি আব্দুল জব্বার,যুগ্ম সাধারণ সম্পাদক উপাধ্যক্ষ মজিবর রহমান, সাংগঠনিক সম্পাদক বদরুল ইসলাম বিপ্লব,সহ দপ্তর সম্পাদক গনেশ চন্দ্র সেন, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান অনিল কুমার সেন,ঢোলারহাট ইউনিয়ের চেয়ারম্যান সীমান্ত কুমার বর্মন নির্মল, সভা সঞ্চালনা করেন ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক নুর ইসলাম নুরু। সভায় রুহিয়া পশ্চিম ইউনিয়ন আওয়ামীলীগ ছাত্রলীগ, যুবলীগ, মহিলালীগ সহ বিভিন্ন সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
বর্ধিত সভার দ্বিতীয় অধিবেশনে রুহিয়া থানা আওয়ামী লীগের সভাপতি পার্থ সারথি সেন এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আবু সাঈদ বাবুর সঞ্চালনায় তৃণমূল পর্যায়ের নেতা কর্মীর প্রস্তাব ও সমর্থনকারীর মাধ্যমে আগামী ইউপি চেয়ারম্যান নির্বাচনের ৩জন প্রার্থীর নাম সংরক্ষণ করা করেন। পরবর্তীতে প্রার্থীর নামের তালিকা কেন্দ্রীয় কমিটিতে পাঠানো হবে।
বিপি/কেজে