আনিছুর রহমান মানিক, ডোমার (নীলফামারী) প্রতিনিধি: নীলফামারীর ডোমারে আগামী ২ নভেম্বর পৌর নির্বাচনকে সামনে রেখে আ’লীগের মনোনিত নৌকা মার্কার মেয়র প্রার্থী গনেশ কুমার আগরওয়ালার পথসভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার সন্ধ্যায় নির্বাচনের শেষ মুহুত্বে পৌর এলাকার ১নং ওয়ার্ডের চান্দিনা পাড়া গ্রামে এ পথসভা অনুষ্ঠিত হয়। শ্রমিক নেতা ছালে আহম্মেদের সভাপত্বি প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, উপজেলা আ’লীগের সভাপতি উপজেলা আ’লীগের সভাপতি অধ্যাপক খায়রুল আলম বাবুল।
এ সময় উপজেলা ভাইস চেয়ারম্যান ও উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আব্দুল মালেক সরকার, উপজেলা যুবলীগের আহবায়ক ও বোড়াগাড়ী ইউপি চেয়ারম্যান আমিনুল ইসলাম রিমুন, উপজেলা আ’লীগের সাবেক সাধারণ সম্পাদক মনজিলুর রহমান, জেলা আ’লীগের সদস্য মঞ্জুরুল হক চৌধুরী, উপজেলা কৃষকলীগের সভাপতি সাদেকুল ইসলাম মোনা, সোনারায় ইউনিয়ন আ’লীগের সভাপতি সহিদ আহম্মেদ শান্তুসহ অনেকে বক্তব্য রাখেন। ভোটে মেয়র প্রার্থী হিসাবে ৩জন প্রতিদ্ব›দ্বীতা করছে। তাদের মধ্যে স্বতন্ত্র প্রার্থী আলহাজ্ব মনছুরুল ইসলাম দানু (নারিকেল গাছ), নারী মেয়র প্রার্থী আফরোজা নাজনীন রুমি (মোবাইল ফোন), আ’লীগ মনোনিত গণেশ কুমার আগরওয়ালা (নৌকা) প্রতিক পেয়েছে।
পৌরসভায় মোট ১৫ হাজার ১২জন ভোটার রয়েছে। তাদের মধ্যে মধ্যে নারী ভোটার ৭ হাজার ৫ শত ৫১ জন এবং পুরুষ ভোটার ৭ হাজার ৪ শত ৬১ জন। আগামী ২ নভেম্বর তারা তাদের ভোটাধিকার প্রয়োগ করবে। মেয়র প্রার্থী গনেশ কুমার আগরওয়ালার বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবের কন্যা সফল প্রধান মন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেত্রীত্বে দেশ আজ এগিয়ে চলেছে। উন্নয়নের ধারা অব্যাহত রাখতে সকলকে আগামী ২ নভেম্বর নৌকা মার্কায় ভোট দেয়ার আহবান জানান তিনি।
বিপি/কেজে