Home Uncategorized বোয়ালমারীতে সাংবাদিকদের সাথে ইউপি চেয়ারম্যান প্রার্থীর মতবিনিময়

বোয়ালমারীতে সাংবাদিকদের সাথে ইউপি চেয়ারম্যান প্রার্থীর মতবিনিময়

by বাংলাপ্রেস ডেস্ক
A+A-
Reset

বিপ্লব আহমেদ, ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরের বোয়ালমারীতে কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন পরমেশ্বরদী ইউপি চেয়ারম্যান পদে আ’লীগের মনোনয়ন প্রত্যাশী মো. সাব্বির মিনা অনিক।

শনিবার (১৩.১১.২১) বেলা ১১টায় রেজিষ্ট্রি অফিস সংলগ্ন তাঁর নিজ বাসবভনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সাব্বির মিনা অনিক পরমেশ্বরদী ইউনিয়নের সাবেক সফল চেয়ারম্যান মরহুম শাহাবুদ্দিন মিনা সাবুর ছেলে। শাহাবুদ্দিন মিনা ১৯৮৫ সাল থেকে ২০০৯ সাল পর্যন্ত ওই ইউনিয়নের চেয়ারম্যান ছিলেন।

এছাড়া তিনি দীর্ঘদিন ধরে উপজেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ পদে দায়িত্ব পালন করেন। সাব্বির মিনা অনিকের দাদা মরহুম রোকন উদ্দিন মিনা ১৯৪৭ সাল থেকে ১৯৭৭ সাল পর্যন্ত পরমেশ্বরদী ইউনিয়নের চেয়ারম্যান ছিলেন। অনিক দীর্ঘদিন ধরে ছাত্রলীগের রাজনীতির সাথে জড়িত। আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করতে চান।

পরমেশ্বরদী ইউপি চেয়ারম্যান পদে আ’লীগের মনোনয়ন প্রত্যাশী সাব্বির মিনা অনিক সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে বলেন, স্বাধীনতার স্বপক্ষের শক্তি হিসাবে আমার পরিবার পরিচিত, দীর্ঘ ৬০ বছর মানুষের সেবা করে আসছে আমার পরিবার। সেই রাজনৈতিক ঐতিহ্যের রক্ত আমার শরীরে বহমান। জনকল্যানের ব্রত নিয়ে আমার দাদা, আমার পিতা পরমেশ্বরদী ইউনিয়নের মানুষের সেবা করে এসেছেন।

আমি সে ধারা অব্যাহত রাখতে জনসেবার জন্য নিজের জীবন উৎসর্গ করতে চাই। এই ইউনিয়নের মানুষের ভাগ্য উন্নয়নে আমার পূর্বপুরুষদের পদাঙ্ক অনুসরণ করতে বাংলাদেশ আওয়ামীলীগ থেকে মনোনয়ন প্রত্যাশা করছি। আশা করি, আমি চেয়ারম্যান নির্বাচিত হলে ইউনিয়নের সর্বস্তরের জনগণকে সাথে নিয়ে জাতিরজনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সোনার বাংলা ও জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়নের বাংলা বিনির্মাণে অগ্রণী ভূমিকা রাখবো।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন আশরাফ উদ্দিন মিনা সাচ্চু, মনিরুল ইসলাম সুইট মিনা, মিরাজ মিনা, বোয়ালমারী বার্তা সম্পাদক ও প্রকাশক অ্যাড. কোরবান আলী, সিনিয়র সাংবাদিক মো. আনোয়ার হোসেন, কাজী আমিনুল ইসলাম প্রমুখ।

বিপি/কেজে

 

You may also like

Leave a Comment

কানেকটিকাট, যুক্তরাষ্ট্র থেকে প্রকাশিত বৃহত্তম বাংলা অনলাইন সংবাদপত্র

ফোন: +১-৮৬০-৯৭০-৭৫৭৫   ইমেইল: [email protected]
স্বত্ব © ২০১৫-২০২৩ বাংলা প্রেস | সম্পাদক ও প্রকাশক: ছাবেদ সাথী