সুলতানা মাসুমা, লক্ষ্মীপুর জেলা প্রতিনিধি: লক্ষ্মীপুর পালেরহাট বাজারে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের ব্যানারে আজ বিকালে মানববন্ধন করা হয়।
লক্ষ্মীপুর-রামগঞ্জ-হাজীগঞ্জ রোড কে প্রশস্ত করে তারপর বাস সহ বড় গাড়ি চালানোর দাবি স্থানীয়দের।রাস্তাঘাটের সংখ্যা কম। অপ্রশস্ত রাস্তাঘাট প্রায় দুর্ঘটনা লেগেই আছে লক্ষীপুরের রাস্তাঘাটে ইদানিং লক্ষ্মীপুরে গাড়ির সংখ্যা বেড়ে গিয়েছে।জ্যামে রাস্তাঘাটে অতিষ্ঠ নগরবাসী। রাস্তাঘাটে যানবাহন চলাচলের অনুমতি প্রদান করা হয় অপরিকল্পিত ভাবে।যেন গাড়ি বেড়ে গিয়েছে গাড়ি আর গাড়ি । লক্ষ্মীপুরে যোগাযোগের একমাত্র মাধ্যম সড়ক পথ। এলাকা বাসি পথের জ্যাম এবং দুর্ঘটনা কবল থেকে বাঁচতে চায়।
এছাড়া শনিবার সকালে পালেরহাট বাজারে ট্রাকের নিচে পড়ে দুই শিক্ষার্থী নিহতের ঘটনায় দোষীদের শাস্তিও কামনা করছেন মানববন্ধন থেকে।
এসময় মানববন্ধনে বক্তব্য রাখেন পালেরহাট পাবলিক হাই স্কুলের সভাপতি নাজমুল করিম টিপু, অল ইউথ সোসাইটি’র সমন্বয়ক আবু জায়েদ পাটোয়ারী, বিং এডুকেটেড এর উদ্যোক্তা হাসিবুর রহমান, হাসিবুর রহমান মাজেদ, রুবেল হোসেন, নীরব পাটোয়ারী সজিবসহ এলাকাবাসি এ মানববন্ধনে অংশ গ্রহণ করেন।
বিপি/আর এল