Home Uncategorized জবি শিক্ষককে হত্যার হুমকি, থানায় জিডি

জবি শিক্ষককে হত্যার হুমকি, থানায় জিডি

by বাংলাপ্রেস ডেস্ক
A+A-
Reset

জবি প্রতিনিধিঃ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহকারী অধ্যাপক মো. রাইসুল ইসলামকে হত্যার হুমকি দেয়া হয়েছে। তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে তার অফিসে এসে তাকে মেরে ফেলার হুমকি প্রদান করা হয়েছে বলে অভিযোগ করেন তিনি।

এ ঘটনায় ভুক্তভোগী শিক্ষক সোমবার পুরান ঢাকার কোতয়ালী থানায় নিজের নিরাপত্তার চেয়ে একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।

সাধারণ ডায়েরিতে তিনি অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে মো. আব্দুল গাফ্ফার ও মো. শাহজাহান নামের দুই ভাই কেরানীগঞ্জে ওই শিক্ষকের বাসার এলাকায় অনেককে মারধর ও অসামাজিক কার্যক্রম করে আসছে। তিনি এর প্রতিবাদ করায় গত ১২ নভেম্বর কেরানীগঞ্জে তাকে হত্যার হুমকি দেওয়া হয়। পরের দিন ১৩ নভেম্বর দুপুর ২টা ৩০ মিনিটের দিকে বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় গেটের সামনে আবারও অফিসে এসে তাকে হত্যা করা হবে বলে হুমকি দেন তারা। হুমকিদাতা দুই ভাইয়ের নামে বেশকিছু মামলা চলমান। তারা আমাকে অফিসে এসে মারার হুমকি দিয়েছে। তাই কোতোয়ালী থানায় জিডি করেছি।

এবিষয়ে ভুক্তভোগী শিক্ষক সহকারী অধ্যাপক মো. রাইসুল ইসলাম বলেন, আমাকে নিজ কক্ষে এসে হুমকি দিয়ে গেছে, পরে আবারও বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় গেটের সামনে হুমকি দিল। আমি আইনের কাছে নিরাপত্তা চাইছি।

তবে অভিযুক্ত মো. শাহজাহানের সঙ্গে ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।

এবিষয়ে কোতোয়ালী থানার ওসি মিজানুর রহমান বলেন, জিডির বিষয়টি জেনে দেখতে হবে। পরে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

এবিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. মোস্তফা কামাল বাংলাপ্রেসকে বলেন, গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের এক শিক্ষককে হত্যার হুমকি দেওয়ার ঘটনায় থানায় জিডি হয়েছে। পরে যেকোনো প্রয়োজনে আমরা এই শিক্ষককে সহায়তা করব। পাশাপাশি পুলিশের সঙ্গেও যোগাযোগ করব।

এদিকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহকারী অধ্যাপক মো. রাইসুল ইসলামকে বারবার হত্যার হুমকি দেয়ার ঘটনাটির সুষ্ঠ তদন্ত ও বিচার দাবি জানিয়েছেন বিভাগের শিক্ষার্থীরা। একজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষককে বারবার হত্যার হুমকি দেয়া সবাইকে উদ্বিগ্ন করেছে বলেও জানান তারা।

বিপি/আর এল

You may also like

Leave a Comment

কানেকটিকাট, যুক্তরাষ্ট্র থেকে প্রকাশিত বৃহত্তম বাংলা অনলাইন সংবাদপত্র

ফোন: +১-৮৬০-৯৭০-৭৫৭৫   ইমেইল: [email protected]
স্বত্ব © ২০১৫-২০২৩ বাংলা প্রেস | সম্পাদক ও প্রকাশক: ছাবেদ সাথী