আনিছুর রহমান মানিক, ডোমার (নীলফামারী) প্রতিনিধি: নীলফামারীর ডোমারে বে-সরকারি সাহায্য সংস্থা জানো প্রকল্পের উদ্যোগে উপজেলা পুষ্টি সমন্বয় কমিটির দ্বি-মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৮ই নভেম্বর) দুপুরে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা পুষ্টি সমন্বয় কমিটির আয়োজনে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট শাহিনা শবনম সভাপতিত্ব করেন।
এ সময় উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আব্দুল মালেক সরকার, মহিলা ভাইস চেয়ারম্যান বেগম রৌশন কানিজ, পুষ্টি সমন্বয় কমিটির সদস্য সচিব মেডিকেল অফিসার ডাঃ আবুল আলা, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শাকেরিনা বেগম, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা মোজাম্মেল হক, সাংবাদিক আনিছুর রহমান মানিক, মোসাদ্দেকুর রহমান সাজু, এমদাদুল হক মাসুম, উপজেলা জানো প্রকল্পের ব্যবস্থাপক শরিফ আহমেদ শাহ প্রমূখ বক্তব্য রাখেন।
বাস্তবায়নে ইউরোপীয় ইউনিয়নের অর্থায়নে অষ্ট্রিয়ান ডেভেলপমেন্ট কর্পোরেশন ও কেয়ার ইন্টারন্যাশনাল এবং প্লান ইন্টারন্যাশনাল এর কারিগরি সহায়তায় বে-সরকারি উন্নয়ন সংস্থা ইকো সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও)’র কারিগরি সহায়তায় বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগন, সাংবাদিকবৃন্দ এবং উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় সভাপতি উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহিনা শবনম বলেন, জানো প্রকল্পের বিভিন্ন কার্যক্রমের মধ্যে এটি একটি ভাল উদ্যোগ। বিশেষ করে গর্ভবতি মা ও শিশুদের পরিচর্চার জন্য পুষ্টির বিষয়টি সকলের জানা প্রয়োজন। সঠিক পদ্ধতিতে মানুষের মাঝে সচেতনতা সৃষ্টি করলে জানো প্রকল্পো পু্িধসঢ়;ষ্ট উন্নয়ন কাজে সহায়ক হবে।
বিপি/আর এল