Home Uncategorized লক্ষ্মীপুরে স্বেচ্ছাসেবক দলের ৩৮ নেতার গণপদত্যাগ

লক্ষ্মীপুরে স্বেচ্ছাসেবক দলের ৩৮ নেতার গণপদত্যাগ

by বাংলাপ্রেস ডেস্ক
A+A-
Reset

সুলতানা মাসুমা,লক্ষ্মীপুর জেলা প্রতিনিধি: কমিটি ঘোষনার পাঁচদিন পর লক্ষ্মীপুর সদর থানা পূর্ব ও পশ্চিম, পৌরসভা এবং চন্দ্রগঞ্জ থানা স্বেচ্ছাসেবক দলের ৩৮ নেতা গণপদত্যাগ করেছেন। যোগ্য ও ত্যাগী নেতা-কর্মীদের বঞ্চিত করে কমিটি ঘোষনা করায় আহবায়ক, যুগ্ম আহবায়ক সহ দলের সংক্ষুব্ধ এসব নেতারা গণপদত্যাগ করেন।

রোববার (২১ নভেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে শহরের একটি চাইনিজ রেষ্টুরেন্টে সংবাদ সম্মেলনের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে গণপদত্যাগ ঘোষণা করে ৪টি ইউনিটের নেতাকর্মীরা। এরমধ্যে লক্ষ্মীপুর সদর (পশ্চিম) স্বেচ্ছাসেবক দলের ১৫ জন, সদর (পূর্ব) ৫ জন, চন্দ্রগঞ্জ থানা ১০ জন ও পৌরসভা স্বেচ্ছাসেবক দলের ৮ জন রয়েছে। সংবাদ সম্মেলনে তারা জানায়, গত ১৭ নভেম্বর সদর থানা পূর্ব ও পশ্চিম, পৌর ও চন্দ্রগঞ্জ থানা সহ স্বেচ্ছাসেবক দলের ৬টি ইউনিটের কমিটি ফেইজবুকের মাধ্যমে ঘোষনা করা হয়। দলের ত্যাগী, নির্যাতিত, নিপিড়িত, মামলা হামলার শিকার, কারা নির্যাতিত নেতা-কর্মীদের পদবঞ্চিত করা হয়। ওই কমিটিতে দলের কোন ত্যাগী ও যোগ্য নেতারা স্থান পায়নি। এ নিয়ে দলের ত্যাগী নেতা-কর্মীদের চরম ক্ষোভ আর অসন্তোষ বিরাজ করছে। এ সময় সদ্য ঘোষিত কমিটি বাতিল করে পুনরায় কমিটি গঠনের দাবী জানান তারা।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য উপস্থাপন করেন, সদর থানা (পশ্চিম) আহবায়ক জামাল হোসেন, আব্দুর রহমান, সদর থানা পূর্ব স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক মো. তারেকুর রহমান, চন্দ্রগঞ্জ থানা কমিটির যুগ্ম আহবায়ক মাসুদ মোল্লা, লক্ষ্মীপুর পৌরসভা কমিটির যুগ্ম আহবায়ক মাহমুদুর রহমান মঞ্জু। এসময় উপস্থিথ ছিলেন, গণপদত্যাগকারী নেতৃবৃন্দ সহ প্রায় শতাধিক দলীয় নেতাকর্মীরা।

বিপি/কেজে

You may also like

Leave a Comment

কানেকটিকাট, যুক্তরাষ্ট্র থেকে প্রকাশিত বৃহত্তম বাংলা অনলাইন সংবাদপত্র

ফোন: +১-৮৬০-৯৭০-৭৫৭৫   ইমেইল: [email protected]
স্বত্ব © ২০১৫-২০২৩ বাংলা প্রেস | সম্পাদক ও প্রকাশক: ছাবেদ সাথী