Home Uncategorized ডোমারে পরিবেশ বান্ধব উন্নয়ন সাধন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

ডোমারে পরিবেশ বান্ধব উন্নয়ন সাধন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

by বাংলাপ্রেস ডেস্ক
A+A-
Reset

আনিছুর রহমান মানিক, ডোমার (নীলফামারী) প্রতিনিধি: নীলফামারীর ডোমারে পল্লীশ্রী রিপ প্রকল্প আয়োজিত পরিবেশ বান্ধব জ্ঞান কাজে লাগিয়ে কমিউনিটির উন্নয়ন সাধন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

বিএমজেড ও নেটজ্ধসঢ়; বাংলাদেশ এর আর্থিক সহায়তায় মঙ্গলবার (২৩ নভেম্বর) সকাল ১১ টায় উপজেলা পল্লীশ্রী রিপ প্রকল্প কার্যালয়ে ভারপ্রাপ্ত প্রকল্প ব্যবস্থাপক শামসুল হকের সভাপতিত্বে পল্লীশ্রী রিপ প্রকল্পের এ্যাডভোকেসী এ্যসিষ্টেন্ট উম্মে হুমায়রা মৌ এর সঞ্চালনায় অতিথি হিসাবে গোমনাতী ইউপি সচিব রহিদুল ইসলাম, ডিমলা গয়াবাড়ী সপ্রাবি’র সহকারী শিক্ষক মনিরুল ইসলাম, নারী প্রতিনিধি মনিরা আক্তার মনি, ইউপি সদস্য জহুরা বেগম, জোড়াবাড়ী ইউপি সদস্য রুনা লায়লা, ডিমলা রিপ প্রকল্পের ফিল্ড ফ্যাসিলিটেটর জাহিদুল ইসলাম, কেতকীবাড়ী ইউপির স্বেচ্ছাসেবক দেলোয়ার হোসেন প্রমূখ বক্তব্য রাখেন। উক্ত কর্মশালায় ডোমার ডিমলা এলাকার প্রকল্পের উপকারভোগী ও সূধীজনসহ মোট ২২জন প্রতিনিধি অংশগ্রহন করেন।

এলাকায় জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় সংগঠনটি ডোমার উপজেলায় ৪টি ইউনিয়নে কার্যক্রম পরিচালনা করে উপকারভোগীদের আর্থিক স্বচ্চল করে তুলেছে। যার কারণে প্রকল্পটি অত্র এলাকায় ব্যাপক সাড়া জাগিয়েছে। সঠিক ভাবে প্রকল্পের কার্যক্রম পরিচালনা করতে সকল কর্মকর্তাকে পরামর্শ প্র্রদান করেন অতিথিগণ।

বিপি/কেজে

You may also like

Leave a Comment

কানেকটিকাট, যুক্তরাষ্ট্র থেকে প্রকাশিত বৃহত্তম বাংলা অনলাইন সংবাদপত্র

ফোন: +১-৮৬০-৯৭০-৭৫৭৫   ইমেইল: [email protected]
স্বত্ব © ২০১৫-২০২৩ বাংলা প্রেস | সম্পাদক ও প্রকাশক: ছাবেদ সাথী