ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরের বোয়ালমারী উপজেলার শেখর ইউনিয়নের মাগুরা গ্রামের একটি মেহগনি বাগানে মঙ্গলবার দিনগত রাতে ডাকাতির প্রস্তুতিকালে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে পুলিশ পাঁচ ডাকাতকে আটক করেছে। তাদের কাছ থেকে দেশীয় অস্ত্রশস্ত্র উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় এসআই ছরোয়ার হোসেন বাদি হয়ে বুধবার (২৪.১১.২১) দুপুরে মামলা দায়ের করেছেন।
থানা সূত্রে জানা গেছে, মঙ্গলবার দিনগত রাত তিনটার দিকে মাগুরা গ্রামের জনৈক হেমায়েত হোসেনের নির্মাণাধীন বাড়ীর পাশে বাগানের মধ্যে ১৪-১৫ জনের একদল ডাকাত ডাকাতি প্রস্তুতি নিচ্ছে। এমন সংবাদ পেয়ে বোয়ালমারী থানা পুলিশ সেখানে অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে কয়েক ডাকাত পালিয়ে যেতে সক্ষম হলেও পুলিশ হান্নান শেখ (২৫), মিরাজ শেখ (২৫), ফারুক শেখ (৪০), মো. দুলু মিয়া (২১), আনিচুর রহমানসহ (৩০) পাঁচজনকে আটক করে।
তাদের নিকট থেকে ডাকাতির কাজে ব্যবহৃত একটি রামদা, একটি ৩০ ইঞ্চি ছোরা, একটি ৩২ ইঞ্চি লোহার সামুরাই, একটি ২১ ইঞ্চি লোহার ছোরা, একটি চাইনিজ কুড়াল এবং কয়েকটি বড় সাইজের লাঠি উদ্ধার করা হয়। আটককৃত পাঁচজনসহ পলাতক আত্তাব শেখ (৩৫), আব্দুল্লাহ (২৫), জামাল ফকির (৪৭) ও অজ্ঞাতনামা আরও ৫-৭ জনের নামে মামলা করা হয়। এসআই ছরোয়ার হোসেন বাদি হয়ে পেনাল কোডের ৩৯৯/৪০২ ধারায মামলাটি দায়ের করেন।
বোয়ালমারী থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ নুরুল আলম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে পাঁচ ডাকাতকে আটক করা হয়। কয়েক ডাকাত পালিয়ে যেতে সক্ষম হয় তবে তাদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে। মামলার পর আটককৃত পাঁচ ডাকাতকে বুধবার বিকেলে আদালতে চালান করা হয়েছে। তিনি আরও বলেন এই ডাকাতদের বিরুদ্ধে ফরিদপুর কতোয়ালীসহ আশপাশের থানাগুলোতে আরও একাধিক মামলা রয়েছে।
বিপি/কেজে