Home Uncategorized লক্ষ্মীপুরে পুকুরে ধরা পড়েছে ১০টি ইলিশ

লক্ষ্মীপুরে পুকুরে ধরা পড়েছে ১০টি ইলিশ

by বাংলাপ্রেস ডেস্ক
A+A-
Reset


লক্ষ্মীপুর প্রতিনিধি: লক্ষ্মীপুরের কমলনগরে পুকুরে ধরা পড়েছে ১০টি ইলিশ। ধরা পড়া ইলিশ নিয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পুকুরে ইলিশের স্বাদ নিতে অনেকেই কেনার আগ্রহ প্রকাশ করেন। এসময় উৎসুক লোকজনকে ধরা পড়া ইলিশের ছবি মোবাইল ক্যামেরায় ধারণ করতে দেখা গেছে।

বুধবার (২৪ নভেম্বর) সকালে চর ফলকন ইউনিয়ন পরিষদ সংলগ্ন পুকুরে এসব ইলিশ ধরা পড়ে।

স্থানীয় চর ফলকন ইউপি সদস্য আনোয়ার হোসেন পুকুরে ইলিশ ধরা পড়ার বিষয়ে নিশ্চিত করে বলেন, সকালে বেড় জাল দিয়ে দেশিয় প্রজাতির মাছ ধরার সময় ১০টি ইলিশ ধরা পড়ে। ধরা পড়া ইলিশগুলো জাটকা সাইজের (৬ থেকে ৭ ইঞ্চি)। পুকুরে আরও ইলিশ থাকতে পারে বলে ধারনা করছেন তিনি।

কমলনগর উপজেলা মৎস্য কর্মকর্তা আবদুল কুদ্দুছ বলেন, বর্ষা মৌসুমের শুরুর দিকে মেঘনা নদীর অস্বাভাবিক জোয়ারে ওই পুকুর ডুবে যায়। এসময় মেঘনা নদী থেকে আসা লবণ পানির সঙ্গে ইলিশ ঢুকে পড়ে। ওই সময় জোয়ারের পানি নেমে গেলেও ইলিশগুলো পুকুরে আটকা পড়ে। পুকুরে জাল ফেললে জোয়ারের সঙ্গে আসা ইলিশ বিভিন্ন প্রজাতির মাছের সঙ্গে ধরা পড়ে।

বিপি/আর এল

You may also like

Leave a Comment

কানেকটিকাট, যুক্তরাষ্ট্র থেকে প্রকাশিত বৃহত্তম বাংলা অনলাইন সংবাদপত্র

ফোন: +১-৮৬০-৯৭০-৭৫৭৫   ইমেইল: [email protected]
স্বত্ব © ২০১৫-২০২৩ বাংলা প্রেস | সম্পাদক ও প্রকাশক: ছাবেদ সাথী