Home Uncategorized জানুয়ারির মধ্যে নারায়ণগঞ্জ সিটি নির্বাচন

জানুয়ারির মধ্যে নারায়ণগঞ্জ সিটি নির্বাচন

by বাংলাপ্রেস ডেস্ক
A+A-
Reset

বাংলাপ্রেস ডেস্কঃ নির্বাচন কমিশন (ইসি) সচিব মো. হুমায়ুন কবীর খোন্দকার বলেছেন, নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনের বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে আগামী সপ্তাহে।

শনিবার (২৭ নভেম্বর) ৯০তম কমিশন বৈঠক শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।

ইসি সচিব বলেন, আগামী সপ্তাহে আরেকটি কমিশন বৈঠক রয়েছে। সেই বৈঠকে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচন নিয়ে আলোচনা হবে। সেখানে সিদ্ধান্ত নেয়া হবে কবে নির্বাচন।

তিনি বলেন, আগামী ৩১ জানুয়ারির মধ্যে সব নির্বাচন সম্পন্ন করার হবে। নির্বাচন কমিশন এই সিদ্ধান্ত আগেই নিয়েছে।

আরও পড়ুন:  হাফ পাসে রাজি নন বাস মালিকরা, সিদ্ধান্ত ছাড়াই শেষ বৈঠক

সর্বশেষ নারায়ণগঞ্জ সিটির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে ২০১৬ সালের ২২ ডিসেম্বর। আর শপথ নেওয়ার পর নির্বাচিত করপোরেশনের প্রথম সভা অনুষ্ঠিত হয় ২০১৭ সালের ৮ ফেব্রুয়ারি।

সিটি করপোরেশন আইন অনুযায়ী, নির্বাচিত করপোরেশনের মেয়াদকাল হচ্ছে প্রথম সভা থেকে পরবর্তী পাঁচ বছর। আর ভোট করতে হয় মেয়াদ শেষ হওয়ার পূর্বের ১৮০ দিনের মধ্যে।

এ হিসেবে নারায়ণগঞ্জ সিটির পাঁচ বছর মেয়াদ পূর্ণ হবে ২০২২ সালের ৭ ফেব্রুয়ারি। ভোট করতে হবে তার আগের ১৮০ দিন অর্থাৎ চলতি বছরের ১১ আগস্ট থেকে আগামী বছরের ৭ ফেব্রুয়ারির মধ্যে। ফলে ইতিমধ্যে এই সিটি নির্বাচনের সময় গণনা শুরু হয়ে গেছে।

বিপি/আর এল

You may also like

Leave a Comment

কানেকটিকাট, যুক্তরাষ্ট্র থেকে প্রকাশিত বৃহত্তম বাংলা অনলাইন সংবাদপত্র

ফোন: +১-৮৬০-৯৭০-৭৫৭৫   ইমেইল: [email protected]
স্বত্ব © ২০১৫-২০২৩ বাংলা প্রেস | সম্পাদক ও প্রকাশক: ছাবেদ সাথী