বাংলাপ্রেস ডেস্ক: বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন-বিদেশে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার চিকিৎসার ব্যবস্থা না করে তাকে স্তব্ধ করে দিতে চায় সরকার।
ফখরুল ইসলাম বলেছেন, ‘কেন সরকার তাকে বিদেশে যেতে দিতে চায় না? তারা আইনের কথা বলে। কিন্তু আইনের মধ্যেই বলা আছে সরকার চাইলেই তাকে এই মুহূর্তে বিদেশে পাঠাতে পারে। বাধা আইন নয়। বাধা হচ্ছে এই অবৈধ সরকার।’
আরও পড়ুন> সিমলার ‘নিষিদ্ধ প্রেম’ সিনেমা দেখতে হুমড়ি খেয়ে পড়েছে দর্শক
বুধবার (০১ ডিসেম্বর) রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আয়োজিত মহিলা দলের বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
শুধু বক্তৃতা নয়, সরকারের বিরুদ্ধে জনগণকে জাগিয়ে তুলতে নেতা-কর্মীদের প্রতি আহ্বান জানিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘আমাদের জীবন বাজি রেখে লড়াই করতে হবে। সারাদেশে ঘরে ঘরে গিয়ে আমাদের মা-বোনদের জাগিয়ে তুলতে হবে। মানুষকে একত্রিত করতে হবে। ঐক্যবদ্ধ করতে হবে।’
এ সময় ফখরুল অভিযোগ করে বলেন, ‘সরকার খালেদা জিয়ার বিদেশে চিকিৎসার ব্যবস্থা না করে তাকে স্তব্ধ করে দিতে চায়। তাকে কথা বলতে দিতে চায় না।’
এর আগে সকালে খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে চিকিৎসার দাবিতে নয়াপল্টন থেকে মিছিল বের করে মহিলা দল। পরে কার্যালয়ের সামনে পুলিশি বাধায় সেখানে সংক্ষিপ্ত সমাবেশ করে সংগঠনটির নেতা-কর্মীরা।
বিপি/আর এল