Home Uncategorized কাল ঢাকা সফরে আসছেন ভারতীয় পররাষ্ট্র সচিব

কাল ঢাকা সফরে আসছেন ভারতীয় পররাষ্ট্র সচিব

by বাংলাপ্রেস ডেস্ক
A+A-
Reset

বাংলাপ্রেস ডেস্ক: দুই দিনের সফরে আগামীকাল মঙ্গলবার ঢাকা আসছেন ভারতের পররাষ্ট্র সচিব হর্ষবর্ধন শ্রিংলা।

মঙ্গলবার (৭ ডিসেম্বর) তার ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে। এবার দ্বিপাক্ষিক বৈঠকেও সীমান্ত হত্যা বন্ধ আর তিস্তার পানি চুক্তি সইয়ের কথা তুলবে বাংলাদেশ। পাশাপাশি দুদেশের যোগাযোগ বা কানেকটিভিটি বাড়ানোর ওপর গুরুত্ব দেয়ার কথা জানিয়েছেন পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন।

বিজয়ের পঞ্চাশ বছর উদযাপনে ঢাকা আসছেন ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। ১৬ ডিসেম্বর সুবর্ণ জয়ন্তীর পাশাপাশি রাষ্ট্রপতি আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে বৈঠক করবেন তিনি।

আরও পড়ুন> ‘গণতন্ত্র মুক্তি দিবস’ আজ

প্রস্তুতির অংশ হিসেবে মঙ্গলবার ঢাকা আসছেন দেশটির পররাষ্ট্র সচিব। সফরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছাড়াও পররাষ্ট্র মন্ত্রীর সাথে সাক্ষাৎ করবেন হর্ষবর্ধন শ্রিংলা। দ্বিপাক্ষিকি বৈঠকে বসবেন দুদেশের পররাষ্ট্র সচিব।

পাশাপাশি বিদ্যমান সমস্যা সমাধান ও ভবিষ্যৎ কর্মকৌশল নির্ধারণে নিয়মিত আলোচনার ওপর জোর দিচ্ছেন পররাষ্ট্র সচিব। পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন বললেন, স্থল ও সমুদ্রসীমার মত সব সমস্যারই সমাধান সম্ভব।

আরও পড়ুন> বিদেশে খালেদা জিয়ার চিকিৎসার দাবিতে বোষ্টনের হার্ভার্ড স্কোয়ারে বিএনপির বিক্ষোভ

মুজিব শতবর্ষ উপলক্ষে গেল মার্চে ঢাকা এসেছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ডিসেম্বরে আসছেন দেশটির রাষ্ট্রপতি। এ ঘটনাকে বন্ধু দুদেশের সম্পর্কের গভীরতার মাপকাঠি হিসেবে দেখছে বাংলাদেশ।

বিপি/আর এল

You may also like

Leave a Comment

কানেকটিকাট, যুক্তরাষ্ট্র থেকে প্রকাশিত বৃহত্তম বাংলা অনলাইন সংবাদপত্র

ফোন: +১-৮৬০-৯৭০-৭৫৭৫   ইমেইল: [email protected]
স্বত্ব © ২০১৫-২০২৩ বাংলা প্রেস | সম্পাদক ও প্রকাশক: ছাবেদ সাথী