চট্টগ্রাম প্রতিনিধি: সরকার পতনে সামনে হরতাল ও অবরোধের মতো কর্মসূচি আসবে বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়।
আজ শনিবার (৩০ জুলাই) বিকেলে সারাদেশে লোডশেডিং ও জ্বালানি খাতে অব্যবস্থাপনার বিরুদ্ধে চট্টগ্রাম মহানগর বিএনপি আয়োজিত বিক্ষোভ সমাবেশে তিনি একথা বলেন।
এ সময় গয়েশ্বর বলেন, সরকার বিদ্যুতের জন্য কোটি কোটি টাকা খরচ করার কথা বললেও দেশ আজ বিদ্যুৎবিহীন। উন্নয়নের নামে সরকার কোটি কোটি টাকা বিদেশে পাচার করায় দেশ শ্রীলঙ্কার পথে হাঁটছে। মৌলবাদ, জঙ্গিবাদের দোহাই দিয়ে এতদিন বিদেশিদের সমর্থন আদায় করলেও সেই জারিজুরি শেষ। জাতিসংঘসহ আন্তর্জাতিক সব সংস্থা সরকারের মিথ্যাচার ও অন্যায় আজ বুঝে গেছে। যারা দুর্নীতির মাধ্যমে দেশকে পঙ্গু করে দিয়েছে তাদের বিচারের মুখোমুখি করা হবে বলেও জানান তিনি। ২০১৪ ও ২০১৮ সালের মতো আওয়ামী লীগকে অবৈধভাবে ক্ষমতায় আসতে দেয়া হবে না বলে সমাবেশে জানান বিএনপির নেতারা।
নগরীর পুরাতন রেলস্টেশনে আয়োজিত বিক্ষোভ সমাবেশের সভাপতিত্ব করেন মহানগর বিএনপির আহ্বায়ক ডা. শাহদাত হোসেন। সভায় এছাড়া আরও উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান শামীম, চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক আবু সুফিয়ানসহ বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
বিপি> আর এল