বাংলাপ্রেস ডেস্কঃ অক্টোবর থেকে সারা দেশে দুই মাসের বিক্ষোভ কর্মসূচির ঘোষণা দিয়েছে বিএনপি। এছাড়া আগামী ১০ ডিসেম্বর ঢাকায় মহাসমাবেশ করবে বিএনপি।
বুধবার (২৮ সেপ্টেম্বর) এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
সংবাদ সম্মেলনে তিনি বলেন, ক্ষমতায় টিকে থাকতে হত্যা, পুলিশি হামলার আশ্রয় নিয়েছে সরকার। সব হত্যার দায় নিয়ে সরকারের পদত্যাগ করতে হবে। হুঁশিয়ারি দেন, বিভাগীয় সমাবেশে হামলা হলে জনগণকে সঙ্গে নিয়ে তা প্রতিরোধ করা হবে।
এদিকে চলমান আন্দোলনে বিএনপি নেতাকর্মীদের হত্যার প্রতিবাদে ৬ অক্টোবর সকল মহানগর, এবং ১০ অক্টোবর জেলা পর্যায়ে শোক র্যালি করবে বিএনপি।
কবে কোথায় গণসমাবেশ হবে উল্লেখ করে ফখরুল বলেন, আগামী ৮ অক্টোবর চট্টগ্রাম, ১৫ অক্টোবর ময়মনসিংহে, ২২ অক্টোবর খুলনা, ২৯ অক্টোবর রংপুর, ৫ নভেম্বর বরিশাল, ১২ নভেম্বর ফরিদপুর, ১৯ নভেম্বর সিলেট, ২৬ নভেম্বর কুমিল্লা, ৩ ডিসেম্বর রাজশাহী এবং ১০ ডিসেম্বর রাজধানী ঢাকায় গণসমাবেশ অনুষ্ঠিত হবে।
এ সময় ফখরুল আরও বলেন, গণআন্দোলনের জোয়ার তৈরিতে এ ধরণের কর্মসূচি দেয়া হচ্ছে। আক্রমণ করলে পাল্টা হামলার হুঁশিয়ারি দেন তিনি।
বিপি>আর এল