ডোমারে শিশুদের কোভিড-১৯ ভ্যাকসিনেশন ক্যাম্পেইন এর শুভ উদ্বোধন

বাংলাপ্রেস ডেস্ক
১২ অক্টোবর, ২০২২

আনিছুর রহমান মানিক, ডোমার (নীলফামারী) প্রতিনিধি: নীলফামারীর ডোমারে ৫ থেকে ১১ বছর বয়সী শিশুদের কোভিড-১৯ ভ্যাকসিনেশন ক্যাম্পেইন এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে ডোমার পৌর এলাকার ৩ নং ওয়ার্ডে অবস্থিত ঐতিহ্যেবাহী শহীদ স্মৃতি মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কোভিড-১৯ ভ্যাকসিনেশন ক্যাম্পেইনের শুভ উদ্বোধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান তোফায়েল আহমেদ ও উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ রমিজ আলম।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ রায়হান বারীর সভাপতিত্বে অন্যান্নদের মধ্যে স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার (এমওডিসি) ডাঃ রোকনুজ্জামান রুকু, স্যানিটারী ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য পরিদর্শক আল-আমিন রহমান, স্বাস্থ্য পরিদর্শক (ইনচার্জ) বেলাল উদ্দিন, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আমির হোসেন,শহীদ স্মৃতি মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক(ভারপ্রাপ্ত) খায়রুল ইসলাম সুমন ম্যানেজিং কমিটির সভাপতি রাশেদ মাহমুদ উজ্জ্বল, উপজেলা স্বাস্থ্য পরিদর্শক বেলাল উদ্দিন প্রমুখ।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে এসময় স্বাস্থ্য সহকারী, নার্স, এমএইচভি সহ অত্র বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকারা উপস্থিত ছিলেন।

বিপি/কেজে