Home রাজনীতিবিএনপি দুই দিন আগে সমাবেশস্থলে অবস্থান, মাঠেই রাত্রিযাপন

দুই দিন আগে সমাবেশস্থলে অবস্থান, মাঠেই রাত্রিযাপন

by বাংলাপ্রেস ডেস্ক
A+A-
Reset

বাংলাপ্রেস ডেস্ক: বরিশালে ৫ নভেম্বরের বিভাগীয় গণসমাবেশস্থলে দুইদিন আগেই অবস্থান নিয়েছে বিএনপির হাজারো নেতাকর্মী। মাঠে রান্না-খাওয়া, মাঠেই রাত্রিযাপন চলছে তাদের। নানা বাধা-বিপত্তি উপেক্ষা করে সমাবেশস্থলে আসতে পেরে খুশি তারা।

বিএনপির বরিশাল বিভাগীয় গণসমাবেশের দিকে চোখ এখন দেশবাসীর। সমাবেশে ব্যাপক লোক-সমাগম হবে, এমন কথা এখন জনমনে। তাই বলে দুইদিন আগে সমাবেশস্থলে অবস্থান নেওয়ার চিত্র এর আগে বরিশালে দেখা যায়নি। বৃহস্পতিবার রাতে নগরীর বঙ্গবন্ধু উদ্যানে বিএনপির হাজার হাজার নেতাকর্মীকে অবস্থান নিতে দেখা গেছে।

শামিয়ানার নিচে, খোলা আকাশের নিচে, রাস্তায় চট, ত্রিপল, হোগলা ও চাদর বিছিয়ে খোলা মাঠে রাত্রিযাপন করছেন তারা। মাঠে রান্না করে দলে দলে খাচ্ছেন। সামর্থ্যহীন কর্মী-সমর্থকদের জন্যও খাবারের ব্যবস্থা করেছে আয়োজকরা। লুঙ্গি-গামছাসহ ২-৩ দিন চলার মতো ব্যবহার্য সামগ্রীও নিয়ে এসেছেন নেতাকর্মী। বরিশাল আসার পথে পথে বাধা-হামলার অভিযোগ করেন তারা। তবুও বিএনপির গণসমাবশেস্থলে আসতে পেরে খুশি বলে জানিয়েছেন নেতাকর্মীরা।
দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও সরকারের জুলুমের হাত থেকে রক্ষা আর বেগম জিয়ার মুক্তিতে সব ধরনের ত্যাগ স্বীকার করতে তারা প্রস্তুত বলে জানান। পকেটের টাকা খচর করে স্বেচ্ছায় সমাবেশস্থলে আসার কথা বলেন তারা। সরকার বিএনপিতে ভীত না হলে লঞ্চ-বাস বন্ধ করে জনদুর্ভোগ সৃষ্টি করতো না বলেও দাবি তাদের।

মাঠে অবস্থান নেওয়া নেতাকর্মীদের সার্বিক খোঁজ-খবর রাখছেন শীর্ষ নেতারা। বৃহস্পতিবার গভীর রাতে মাঠের চিত্র দেখে উচ্ছ্বাস প্রকাশ করেন বিএনপির বিভাগীয় সাংগঠনিক সম্পাদক। তিনি বলেন, গণসমাবেশের দুইদিন আগেই ভরে গেছে মাঠ। ৫ নভেম্বর স্মরণকালের সর্ববৃহৎ জনসমাগম হবে বলে তারা আশা করছেন।

বিপি>আর এল

You may also like

Leave a Comment

কানেকটিকাট, যুক্তরাষ্ট্র থেকে প্রকাশিত বৃহত্তম বাংলা অনলাইন সংবাদপত্র

ফোন: +১-৮৬০-৯৭০-৭৫৭৫   ইমেইল: [email protected]
স্বত্ব © ২০১৫-২০২৩ বাংলা প্রেস | সম্পাদক ও প্রকাশক: ছাবেদ সাথী