মমিনুল হক রুবেল, ব্রাহ্মণবাড়িয়া থেকে : ব্রাহ্মণবাড়িয়া বাঞ্চাচারামপুরে পুলিশের গুলিতে ছাত্রদল নেতা নিহতের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বিএনপিসহ অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
আজ রবিবার বেলা ১১টার দিকে ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাত্রদলের উদ্যোগে শহরের শিমরাইল কান্দি থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি শহরের টি.এ রোড প্রধান সড়কে আসলে পুলিশ তাতে বাধা দেয়। পরে নেতাকর্মীরা সড়কেই বিক্ষোভ সমাবেশ করে।
এ সময় জেলা ছাত্রদলের আহ্বায়ক ফুজায়েল চৌধুরীর সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাবেক সভাপতি হাফিজুর রহমান মোল্লা কচি,সাবেক সাধারণ সম্পাদক জহিরুল হক খোকন, সাবেক সাংগঠনিক সম্পাদক সিরাজুল ইসলাম সিরাজ প্রমুখ।
বক্তারা বলেন, বাঞ্ছারামপুরে শান্তিপূর্ণভাবে লিফলেট বিতরণের সময় পুলিশের গুলিতে প্রাণ হারান সোনারামপুর ইউনিয়ন ছাত্রদলের সহসভাপতি নয়ন। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। একই সঙ্গে পুলিশ কর্মকর্তাদের দৃষ্টান্তমূলক বিচার ও বিভাগীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানাচ্ছি।এসময় বক্তারা আরও বলেন,মানুষ হত্যা করে আর গাড়ি বন্ধ রেখে বিএনপির কুমিল্লার বিভাগীয় সমাবেশ ঠেকানো যাবে না।সরকার হত্যা, গুম, খুন করে মানুষকে দাবিয়ে রাখার ব্যর্থ চেষ্টা করছে। যারা অন্যায়ভাবে গুলি চালিয়ে মানুষ হত্যা করছে সরকার তাদের বিচার না করলে বিএনপি সরকার গঠন করলে তাদের বিচারের আওতায় আনা হবে।
বিপি>আর এল