বাংলাপ্রেস ঢাকা: ১০ ডিসেম্বর ঢাকায় সমাবেশ হবেই, আবারও বললেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল। এ সমাবেশ নিয়ে মনে কোনো দ্বিধা না রাখার অনুরোধ জানিয়েছেন তিনি। তিনি বলেছেন, সমাবেশ থেকে মানুষ নতুন স্বপ্ন দেখবে। মঙ্গলবার বিকালে রাজধানীর গুলশানে এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
রাজনীতিতে সন্ত্রাস ও দোষারোপের রাজনীতি নিয়ে আলোচনা সভার আয়োজন করে বিএনপি। দলের নেতারা ছাড়াও অংশ নেন বিদেশি কূটনীতিক ও বিশিষ্টজনেরা।
অনুষ্ঠানে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল বলেন, সব বাধা উপেক্ষা করেই ১০ ডিসেম্বর সমাবেশের প্রস্তুতি নেয়া হচ্ছে। সেখান থেকেই দেওয়া হবে নতুন কর্মসূচির ঘোষণা।
তিনি আরও বলেন, জনগণ যখন তাদের দাবি আদায়ে স্বতঃস্ফূর্তভাবে নামতে শুরু করেছে, এটাকে বন্ধ করার জন্য প্রধানমন্ত্রী আরেকটি হীন চক্রান্ত শুরু করেছেন।
তবে আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে, সোহরাওয়ার্দী উদ্যানেই হোক সমাবেশ। রাস্তায় কোনো কর্মসূচি করতে দেওয়া হবে না। ১০ ডিসেম্বর ঢাকায় বিএনপির সমাবেশের স্থান নিয়ে বেশি কিছুদিন ধরেই চলছে বিতর্ক।
বিপি>আর এল