Home রাজনীতিবিএনপি নয়াপল্টন কার্যালয়ে বিএনপির কেউ গেলে বাধা দেবে না পুলিশ

নয়াপল্টন কার্যালয়ে বিএনপির কেউ গেলে বাধা দেবে না পুলিশ

by বাংলাপ্রেস ডেস্ক
A+A-
Reset

বাংলাপ্রেস ডেস্ক: টানা তিনদিন রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় অবরুদ্ধ রাখার পর শনিবার (১০ ডিসেম্বর) রাতেই মোতায়েন করা অতিরিক্ত পুলিশ সরিয়ে নেওয়া হয়েছে। সেই সঙ্গে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে-বিএনপির নেতা-কর্মীরা তাদের কার্যালয়ে যেতে চাইলে যেতে পারবে। পুলিশ কোনো বাধা দেবে না।
রবিবার (১১ ডিসেম্বর) সকালে ডিএমপির মতিঝিল বিভাগের উপকমিশনার (ডিসি) হায়াতুল ইসলাম এই তথ্য জানিয়েছেন।

ডিসি বলেন, প্রশাসন থেকে কোনো বাধা নেই, বিএনপি নেতারা কেন্দ্রীয় কার্যালয়ে এসে তাদের কার্যক্রম চালাতে পারেন। সংঘর্ষের পর বিএনপির দলীয় কার্যালয়কে আমরা আইনের ভাষায় বলছি, প্লেস অব অকারেন্স (পিও) বলে উল্লেখ করেছি। যে কারণে আমরা বিএনপির দলীয় কার্যালয় কর্ডন করেছিলাম। তবে কাল রাতেই কার্যালয়টি খুলে দেওয়া হয়েছে। এখন সবকিছু স্বাভাবিক। বিএনপি নেতা-কর্মীরা চাইলেই কার্যালয়ে এসে তাদের দলীয় কর্মকাণ্ড পরিচালনা করতে পারেন।

গত বুধবার (৭ ডিসেম্বর) বিএনপি নেতা-কর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের পর প্লেস অব অকারেন্স (পিও) উল্লেখ করে দলটির কার্যালয় বন্ধ করেছিল আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। একাধিক মামলা, দলীয় শীর্ষ নেতাসহ পাঁচ শতাধিক নেতা-কর্মীকে গ্রেফতার ও শর্ত সাপেক্ষে গোলাপবাগে সমাবেশের পর শনিবার (১০ ডিসেম্বর) রাতে ১১টার দিকে বিএনপি দলীয় কার্যালয়ের নিয়ন্ত্রণ ছেড়েছে পুলিশ। সেই সঙ্গে নাইটিঙ্গেল মোড় থেকে ফকিরাপুল সড়কও খুলে দেওয়া হয়েছে। আজ স্বাভাবিকভাবে যান চলাচল করছে ওই এলাকার প্রধান সড়কে।

বিপি>আর এল

You may also like

Leave a Comment

কানেকটিকাট, যুক্তরাষ্ট্র থেকে প্রকাশিত বৃহত্তম বাংলা অনলাইন সংবাদপত্র

ফোন: +১-৮৬০-৯৭০-৭৫৭৫   ইমেইল: [email protected]
স্বত্ব © ২০১৫-২০২৩ বাংলা প্রেস | সম্পাদক ও প্রকাশক: ছাবেদ সাথী