Home রাজনীতিবিএনপি দলীয় কার্যালয়ের সামনে গণঅবস্থানের অনুমতি পেলো বিএনপি

দলীয় কার্যালয়ের সামনে গণঅবস্থানের অনুমতি পেলো বিএনপি

by বাংলাপ্রেস ডেস্ক
A+A-
Reset

বাংলাপ্রেস ঢাকা: রাজধানীর নয়াপল্টনে দলীয় কার্যালয়ের সামনের একপাশের সড়কে গণঅবস্থানের অনুমতি পেয়েছে বিএনপি।

বুধবার (১১ জানুয়ারি) চার ঘণ্টার অবস্থান কর্মসূচি পালন করবে দলটি। মঙ্গলবার রাতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার খন্দকার গোলাম ফারুকের সঙ্গে বৈঠকের পর বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক ডা. এজেডএম জাহিদ হোসেন সাংবাদিকদের এ তথ্য জানান।

পুলিশের অনুমতি পাওয়ার কথা জানিয়ে ডা. এজেডএম জাহিদ বলেন, ‘আমরা সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত নয়াপল্টনে আমাদের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালন করবো। পুলিশের অনুমতিও পেয়েছি। আমরা শান্তিপূর্ণভাবে এই কর্মসূচি করবো।’

এর আগে দলের আইনবিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামালকে নিয়ে ডিএমপি কার্যালয়ে যান তিনি। তারা কমিশনারের সঙ্গে বৈঠক করেন।

অন্যদিকে ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুক সাংবাদিকদের বলেন, যান চলাচল স্বাভাবিক রেখে তাদের কর্মসূচি পালন করতে বলা হয়েছে। যান চলাচলে বিঘ্ন ঘটলে এর দায়-দায়িত্ব তাদেরকেই নিতে হবে। উল্লেখ্য, সরকারের পদত্যাগসহ ১০ দফা দাবিতে বুধবার ঢাকাসহ বিভাগীয় শহরে অবস্থান কর্মসূচি করবে বিএনপি।

বিপি>আর এল

You may also like

Leave a Comment

কানেকটিকাট, যুক্তরাষ্ট্র থেকে প্রকাশিত বৃহত্তম বাংলা অনলাইন সংবাদপত্র

ফোন: +১-৮৬০-৯৭০-৭৫৭৫   ইমেইল: [email protected]
স্বত্ব © ২০১৫-২০২৩ বাংলা প্রেস | সম্পাদক ও প্রকাশক: ছাবেদ সাথী