Home বাংলাদেশরংপুর রুহিয়া থানায় পরিদর্শন করলেন সদর সার্কেল মিথুন সরকার

রুহিয়া থানায় পরিদর্শন করলেন সদর সার্কেল মিথুন সরকার

by বাংলাপ্রেস ডেস্ক
A+A-
Reset

দুলাল হক,ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের রুহিয়ায় মামলা তদন্ত শেষে রুহিয়া থানায় পরিদর্শন করেছেন ঠাকুরগাঁও জেলার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মিথুন সরকার।

২ জুলাই (রবিবার )দুপুরে রুহিয়া থানা এলাকায় মামলা তদন্ত শেষে থানায় পরিদর্শন আসেন। এ সময় তাকে রুহিয়া থানার অফিসার ইনচার্জ সোহেল রানা পুলিশ সদস্যরা তাকে সশস্ত্র সালাম প্রদান করেন ।

থানা পরিদর্শন কালে থানা এলাকার আইন-শৃঙ্খলা পরিস্থিতি সঠিক রাখা, মামলা তদন্ত, প্রশাসনিক কার্যক্রম, অনলাইন জিডি এবং পুলিশের অভ্যন্তরীণ শৃঙ্খলা বিষয়ে থানার অফিসার ইনচার্জসহ অন্যান্য সকল পুলিশ ও গ্রাম পুলিশ সদস্যদের গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা প্রদান করেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মহোদয়।

অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) বলেছেন, আইন শৃঙ্খলা রক্ষায় পুলিশের পাশাপাশি গ্রাম পুলিশের ভূমিকাও প্রশসংনীয়। তৃনমূল পর্যায়ে তথা ইউনিয়ন পর্যায়ে আইন শৃঙ্খলা রক্ষায় গ্রাম পুলিশও বিশেষ ভূমিকা রাখছে। তিনি আরো বলেন, গ্রাম পুলিশ বাহিনী পুলিশ প্রশাসনের সহায়ক শক্তি হিসেবে কাজ করছে। আইন শৃঙ্খলা রক্ষায় পুলিশের সাথে গ্রাম পুলিশকে আরো সক্রিয় হতে হবে।

নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করতে হবে। এলাকায় , মাদক ব্যবসায়ী ও সন্দেহভাজন কোন নতুন লোক দেখলে তাদের খোঁজ খবর নিতে হবে এবং থানা পুলিশকে অবহিত করতে হবে। প্রতিটি ইউনিয়নের মাদক ব্যবসায়ী ও মাদক সেবিদের বিরুদ্ধে সোচ্চার হতে হবে।

বিপি/কেজে

You may also like

Leave a Comment

কানেকটিকাট, যুক্তরাষ্ট্র থেকে প্রকাশিত বৃহত্তম বাংলা অনলাইন সংবাদপত্র

ফোন: +১-৮৬০-৯৭০-৭৫৭৫   ইমেইল: [email protected]
স্বত্ব © ২০১৫-২০২৩ বাংলা প্রেস | সম্পাদক ও প্রকাশক: ছাবেদ সাথী