Home বাংলাদেশরংপুর তেঁতুলিয়ায় আশ্রয়ণ-২ প্রকল্পের গৃহ প্রদান কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত

তেঁতুলিয়ায় আশ্রয়ণ-২ প্রকল্পের গৃহ প্রদান কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত

by বাংলাপ্রেস ডেস্ক
A+A-
Reset

হাফিজুর রহমান হাবিব তেঁতুলিয়া (পঞ্চগড়) প্রতিনিধি: সারাদেশের ন্যায় পঞ্চগড়ের তেঁতুলিয়া মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক ২২,১০১টি ভূমিহীন-গৃহহীন পরিবারকে জমি ও গৃহ হস্তান্তর কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠান সম্প্রচার অনুষ্ঠিত হয়েছে।

আজ বুধবার (৯ আগস্ট) সকাল ১০ টায় গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আশ্রয়ণ প্রকল্প-২ এর চতুর্থ ধাপে ২২,১০১ টি গৃহ ভূমিহীন-গৃহহীন পরিবারের কাছে হস্তান্তর কার্যক্রমের উদ্বোধন করেন। এ সময় ১২ টি জেলা এবং ১২৩ টি উপজেলা ভূমিহীন ও গৃহহীন হিসেবে ঘোষণা করেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

তেঁতুলিয়া উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ হল রুমে এই উদ্বোধনী অনুষ্ঠানের প্রদর্শনী করা হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মো. আজাদ জাহান, উপপরিচালক, স্থানীয় সরকার, পঞ্চগড় এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান কাজী মাহমুদুর রহমান। এতে সভাপত্বি করেন উপজেলা নির্বাহী অফিসার সোহাগ চন্দ্র সাহা।

এ সময় তেঁতুলিয়া উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মাহবুবুল হাসানসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, বীরমুক্তিযোদ্ধা, স্থানীয় জনপ্রতিনিধি ও বিভিন্ন আশ্রয়ণ প্রকল্পের সুবিধাভোগীগণ উপস্থিত ছিলেন।

বিপি/কেজে

You may also like

Leave a Comment

কানেকটিকাট, যুক্তরাষ্ট্র থেকে প্রকাশিত বৃহত্তম বাংলা অনলাইন সংবাদপত্র

ফোন: +১-৮৬০-৯৭০-৭৫৭৫   ইমেইল: [email protected]
স্বত্ব © ২০১৫-২০২৩ বাংলা প্রেস | সম্পাদক ও প্রকাশক: ছাবেদ সাথী