Home বাংলাদেশরংপুর ডোমারে বহুমুখি উচ্চ বিদ্যালয়ের চারতলা একাডেমিক ভবনের শুভ উদ্বোধন

ডোমারে বহুমুখি উচ্চ বিদ্যালয়ের চারতলা একাডেমিক ভবনের শুভ উদ্বোধন

by বাংলাপ্রেস ডেস্ক
A+A-
Reset

আনিছুর রহমান মানিক, ডোমার (নীলফামারী) প্রতিনিধি: নীলফামারীর ডোমারে মিরজাগঞ্জ বহুমুখি উচ্চ বিদ্যালয়ের নবনির্মিত চারতলা ভবনের শুভ উদ্বোধন উপলক্ষ্যে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৬ আগস্ট) সকাল ১১টায় প্রধান অতিথি হিসাবে ফিতা কেটে নবনির্মিত ভবনের শুভ উদ্বোধন ঘোষনা করেন, নীলফামারী-০১ ডোমার-ডিমলা আসনের মাননীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ আফতাব উদ্দিন সরকার। বিশেষ দোয়া ও মুনাজাত শেষে বিদ্যালয় মাঠে এক আলোচানা সভায় মিলিত হয়।

ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক এহতেশামুল হকের সঞ্চালনায় অত্র বিদ্যালয়ের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান তোফায়েল আহমেদ এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসাবে নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তার নাজমুল আলম (বিপিএএ), উপজলো পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুল মালেক সরকার, ডোমার থানা অফিসার ইনচার্জ মাহমুদ উন-নবী, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শাকেরিনা বেগম, সহকারী প্রকৌশলী হারুন উর রশিদ, বিদ্যালয়ের প্রধান শিক্ষক এএসএম আব্দুল কাদের, জোড়াবাড়ী ইউপি চেয়ারম্যান শাখাওয়াৎ হাবিব বাবু প্রমূখ বক্তব্য রাখেন। অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধা, ইউপি সদস্য, ছাত্র/ছাত্রী, রাজনৈতিক নেতৃবৃন্দসহ সুধীজন উপস্থিত ছিলেন।

শিক্ষা অধিদপ্তরের বাস্তবায়নে প্রায় ৩ কোটি টাকা ব্যায়ে চারতলা বিশিষ্ট নবনির্মিত ভবন করা হয়েছে বলে প্রকৌশলী হারুন উর রশিদ জানান। প্রধান অতিথি বলেন, শেখ হাসিনার আমলে দেশে ব্যপক উন্নয়ন হয়েছে, বিশেষ করে শিক্ষা ক্ষেত্রে সারা দেশের ন্যায় এলাকায় হাজারো স্কুল কলেজ বহুতল ভবন করেছেনে মাননীয় প্রধান মন্ত্রী। শুধু বিল্ডিং সুন্দর হলে হবে না লেখাপড়াও সুন্দর করতে হবে। শিক্ষার মান উন্নয়নে শিক্ষক ও ছাত্র/ছাত্রীদের পরামর্শ প্রদান করেন তিনি।

বিপি/কেজে

You may also like

Leave a Comment

কানেকটিকাট, যুক্তরাষ্ট্র থেকে প্রকাশিত বৃহত্তম বাংলা অনলাইন সংবাদপত্র

ফোন: +১-৮৬০-৯৭০-৭৫৭৫   ইমেইল: [email protected]
স্বত্ব © ২০১৫-২০২৩ বাংলা প্রেস | সম্পাদক ও প্রকাশক: ছাবেদ সাথী