Home বাংলাদেশরংপুর ডোমারে টানা ৫দিনের বৃষ্টিতে ৩০টি পরিবার পানি বন্দি

ডোমারে টানা ৫দিনের বৃষ্টিতে ৩০টি পরিবার পানি বন্দি

by বাংলাপ্রেস ডেস্ক
A+A-
Reset

আনিছুর রহমান মানিক, ডোমার (নীলফামারী) প্রতিনিধি: নীলফামারীর ডোমারে টানা ৫দিনের বৃষ্টিতে ৩০টি পরিবার পানি বন্দি হয়ে মানবেতর জীবন যাপন করতে দেখা গেছে। সোমবার দুপুরে এমন দৃশ্যটি চোখে পড়ে ডোমার পৌর এলাকার ৩নং ওয়ার্ড জুম্মাপাড়া গ্রামে।

বেশ কয়েকদিন ধরে লাগাতার বৃষ্টির কারণে ডোমার থানা দক্ষিণে পাটগুদাম থেকে শুরু করে দেলু ও ওলিয়ার ড্রাইভার, ওছমান গণি, নমিজুল, নুরল হক, শাহাজানসহ প্রায় ৩০টি পরিবারের বাড়ির উঠানে হাটুজল জমে আছে। তারা বাড়ি থেকে বের হতে না পারায় কাজ কর্ম সব বন্ধ হওয়ায় অতি কষ্ঠে পরিবার পরিজন নিয়ে মানবেতর জীবন যাপন করছে। পানির কবল থেকে রেহাই পাইনি জুম্মাপাড়া জামে মসজিদ।

মুসুল্লিরা নামাজ পড়তে যেতে পারছে না। মানুষের পাশাপাশী গরু ছাগলের খাবার নিয়ে চলছে সংকট, চরম দূভোর্গের শিকার হচ্ছে সাধারণ মানুষ। কোন রকম দিন কাটলেও রাত হলে শুরু হয় পোকামাকড়ের আতংক, শিশু থেকে শুরু করে সব বয়সের মানুষ রয়েছে চরম বিপদে।

অপর দিকে জনপ্রতিনিধি বা উপজেলা প্রশাসনের পক্ষথেকে কোন প্রকার সহযোগিতা না পাওয়ায় ক্ষোপ প্রকাশ করেন পানী বন্দি অসহায় মানুষেরা। এ বিষয়ে পৌরসভার ৩নং ওয়ার্ডের কাউন্সিলর আখতারুজ্জামান সুমন জানান, কর্তৃপক্ষকে বার বার বলার পরেও তারা কোন পদক্ষেপ নিচ্ছে না। অসহায় পানী বন্দি মানুষের পাশে সহযোগিতার হাত বাড়াতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন এলাকাবাসী।

বিপি/কেজে

You may also like

Leave a Comment

কানেকটিকাট, যুক্তরাষ্ট্র থেকে প্রকাশিত বৃহত্তম বাংলা অনলাইন সংবাদপত্র

ফোন: +১-৮৬০-৯৭০-৭৫৭৫   ইমেইল: [email protected]
স্বত্ব © ২০১৫-২০২৩ বাংলা প্রেস | সম্পাদক ও প্রকাশক: ছাবেদ সাথী