Home বাংলাদেশরংপুর ডোমারে মোটর সাইকেলের কাগজ ও হেলমেট পরিধান নিশ্চিতকরণে পুলিশের বিশেষ অভিযান

ডোমারে মোটর সাইকেলের কাগজ ও হেলমেট পরিধান নিশ্চিতকরণে পুলিশের বিশেষ অভিযান

by বাংলাপ্রেস ডেস্ক
A+A-
Reset

আনিছুর রহমান মানিক, ডোমার (নীলফামারী) প্রতিনিধি: রংপুর রেঞ্জ ডিআইজি মহোদয়ের আদেশক্রমে নীলফামারী জেলার ডোমার উপজেলায় মোটর সাইকেলের কাগজপত্র ও হেলমেট পরিধান নিশ্চিতকরণে ডোমার থানা ট্রাফিক পুলিশের বিশেষ অভিযান পরিচালনা করেছে।

বুধবার (২৭ সেপ্টেম্বর) সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত ডোমার পৌর এলাকার বিভিন্ন পয়েন্টে এ অভিযান পরিচালনা করা হয়। ডোমার থানার ট্রাফিক ইন্সপেক্টর মোকারম হোসেন সরকার এর নের্তৃত্বে, ট্রাফিক সার্জেন্ট শরিফুল ইসলাম, এটিএএসআই সাজ্জাদ হোসেন, ফিরোজ পারভেজসহ সঙ্গীয় ফোর্স অভিযানে অংশ গ্রহন করেন।

অভিযানে মোটর সাইকেলের চালক ও আরহীর হেলমেট না থাকা, চালকসহ তিন জন আরহী এবং প্রয়োজনীয় কাগজপত্র না থাকার কারণে ১০জন ব্যক্তির বিরুদ্ধে মোটরযান আইনে মামলা দায়ের করা হয়। ট্রাফিক ইন্সপেক্টর মোকারম হোসেন সরকার বলেন, হেলমেট ছাড়া কেউ মটর সাইকেল চালালে যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনাসহ জীবনহানি ও অঙ্গহানি হতে পারে।

পুলিশের ভয়ে নয়, নিজের সুরক্ষা এবং পরিবারের কাছে সুস্থভাবে ফেরার জন্য মোটরসাইকেল চালক এবং আরোহীদের হেলমেট পরিধান করতে পরামর্শ প্রদান করেন তিনি।

বিপি/কেজে

You may also like

Leave a Comment

কানেকটিকাট, যুক্তরাষ্ট্র থেকে প্রকাশিত বৃহত্তম বাংলা অনলাইন সংবাদপত্র

ফোন: +১-৮৬০-৯৭০-৭৫৭৫   ইমেইল: [email protected]
স্বত্ব © ২০১৫-২০২৩ বাংলা প্রেস | সম্পাদক ও প্রকাশক: ছাবেদ সাথী