Home বাংলাদেশরংপুর ডোমারে জাতীয় সংখ্যালঘু কমিশন গঠনের দাবীতে সমাবেশ ও বিক্ষোভ মিছিল

ডোমারে জাতীয় সংখ্যালঘু কমিশন গঠনের দাবীতে সমাবেশ ও বিক্ষোভ মিছিল

by বাংলাপ্রেস ডেস্ক
A+A-
Reset

আনিছুর রহমান মানিক, ডোমার (নীলফামারী) প্রতিনিধি: সম্প্রতি প্রতিশ্রুতি জাতীয় সংখ্যালঘু কমিশন গঠনসহ সংখ্যালঘু স্বার্থবান্ধব অপরাপর অঙ্গীকারসমূহ চলতি অক্টোবর মাসেই বাস্তবায়নের দাবীতে নীলফামারীর ডোমার উপজেলায় সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ, পূজা উদযাপন পরিষদ ও ক্ষত্রিয় সমিতি ডোমার উপজেলা শাখা যৌথভাবে সমাবেশ ও বিক্ষোভ মিছিলের আয়োজন করেন। শুক্রবার (০৬ অক্টোবর) সকাল ১১টায় ডোমার কেন্দ্রীয় হরিসভা মন্দির হতে বিক্ষোভ মিছিল বের করে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।

এ সময় দাবী বস্তবায়নের আহবান জানিয়ে স্লোগান দিয়ে বনোওয়াড়ীর মোড়ে ঘন্টাব্যাপী মানববন্ধ কর্মসূচি পালন করেন। সংগঠনের উপদেষ্টা বাবু গোড়াচাদঁ অধিকারীর সভাপতিত্বে তাপস কুমার অধিকারীর সঞ্চালনায় বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি ও সাবেক চেয়ারম্যান মনোরঞ্জন রায়, সাধারন সম্পাদক দিলীপ কুমার মুখোপাধ্যায়, পূজা উদযাপন পরিষদের সভাপতি গনেশ কুমার আগরওয়ালা, সাবেক সভাপতি শেখর সাহা, ক্ষত্রিয় সমিতির আহবায়ক জগবন্ধু রায়, সোনারায় উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রমনীকান্ত রায়, পূজা উদযাপন পরিষদের সাবেক সাধারণ সম্পাদক উজ্জল কাঞ্জিলাল, সংগঠক বকুল কুমার রায়, দয়াল চন্দ্র, অমল কুমার রায় প্রমূখ বক্তব্য রাখেন। চলতি অক্টোবর মাসেই জাতীয় সংখ্যালঘু কমিশন গঠনসহ সংখ্যালঘু স্বার্থবান্ধব অপরাপর অঙ্গীকারসমূহ বাস্তবায়ন না হলে আগামীতে কঠোর আন্দোলনের হুঁশিয়ারী দেন তারা।

বিপি/কেজে

You may also like

Leave a Comment

কানেকটিকাট, যুক্তরাষ্ট্র থেকে প্রকাশিত বৃহত্তম বাংলা অনলাইন সংবাদপত্র

ফোন: +১-৮৬০-৯৭০-৭৫৭৫   ইমেইল: [email protected]
স্বত্ব © ২০১৫-২০২৩ বাংলা প্রেস | সম্পাদক ও প্রকাশক: ছাবেদ সাথী