আনিছুর রহমান মানিক, ডোমার (নীলফামারী) প্রতিনিধি: নীলফামারীর ডোমারে কুখ্যাত ডাকাত পরিমল গ্রেফতার, ডাকাতির কাজে ব্যবহার করা মোটরসাইকেল উদ্ধার করেছে ডোমার থানা পুলিশ।
ডোমার থানার ওসি (তদন্ত) মাসুদ করিমের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স রবিবার (৮ অক্টোবর) রাতে
গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান চালিয়ে দিনাজপুর জেলার খানসামা উপজেলার খানসামা বাজার এলাকার থেকে তাকে গ্রেফতার করে। এ সময় ডাকাতি কাজে ব্যবহৃত একটি মোটর সাইকেল উদ্ধার করে। ডাকাত পরিমল চন্দ্র (৩১) খানসামা থানার কৃষ্ণপুর গ্রামের অনিল চন্দ্র রায়ের ছেলে।
থানা সুত্রে জানাযায়, গত পহেলা মে ডোমার থানাধীন ছোট রাউতা ব্রাহ্মণপাড়া এলাকার বিজয় চক্রবর্তির বাড়িতে মধ্যরাতে ডাকাতির ঘটনা ঘটে।
১০/১২জনের ডাকাত দল বাড়ির লোকদের ছোড়া দিয়ে ভয় ভীতি দেখিয়ে তাদের জিম্মি করে ১লাখ ৮৮হাজার টাকা, ২ভরি স্বর্ণালংকার, ৪ ভরি রুপার অলংকার, কাসার প্লেট, গøাস, বাটি, ৫টি মোবাইল ফোনসহ ২লাখ ৯২হাজার টাকার মালামাল নিয়ে যায়।
এ ঘটনায় পরদিন থানায় মামলা করেন বাড়ির মালিক বিজয় চক্রবর্তি। মামলাটি তদন্তকালে এপর্যন্ত ১১ জন আসামীকে গ্রেফতার করা হয়েছে। ডাকাত দলটি আন্তঃ জেলা ডাকাত দলের সক্রিয় সদস্য। তাদের নামে রংপুর বিভাগের বিভিন্ন জেলায় একাধিক ডাকাতি ও চুরির মামলা রয়েছে।
বিপি>আর এল