Home বাংলাদেশরংপুর ডোমারে নিমোজখানায় ঐতিহ্যবাহী বৌ মেলা অনুষ্ঠিত

ডোমারে নিমোজখানায় ঐতিহ্যবাহী বৌ মেলা অনুষ্ঠিত

by বাংলাপ্রেস ডেস্ক
A+A-
Reset

আনিছুর রহমান মানিক, ডোমার (নীলফামারী) প্রতিনিধি: নীলফামারীর ডোমারে হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব স্বারদীয় দূর্গা পুজা উপলক্ষ্যে ঐতিহ্যবাহী বৌ মেলা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৫ অক্টোবর) বিকালে উপজেলার বোড়াগাড়ী ইউনিয়নের নিমোজখানা স্কুল ও কলেজ মাঠে প্রধান অতিথি হিসাবে বৌ মেলার শুভ উদ্বোধন করেন, বোড়াগাড়ী ইউপি চেয়ারম্যান জননেতা আমিনুল ইসলাম রিমুন। বিকাল থেকে শুরুকরে রাতঅবদি ডোমার উপজেলা সহ পার্শবর্তী উপজেলা দেবীগঞ্জ, ডিমলা ও জলঢাকা থেকে আসা হাজারো দম্পত্তিসহ শিশু বৃদ্ধ সব বয়সের মানুষ মেলায় ভীড় জমায়।

নানা রঙ্গের পরশা সাজিয়ে বসেছে শতশত দোকান। কেনা কাটায় ব্যাস্ত সময় পাড় করছে দর্শনার্থীরা। পুজা উদযাপন কমিটির সভাপতি ভবেন্দ্রনাথ জানান, এই মন্ডপে একশত বছরের বেশী সময় ধরে দূর্গা পুজাসহ হিন্দু সম্প্রদায়ের সবধরণের ধর্মীয় অনুষ্ঠান পরিচালনা করে আসছে। আর বৌ মেলাটি দূর্গা পুজার দশমির দিন থেকে ২দিন ব্যাপী দীর্ঘ ৫০ বছর থেকে ঐতিহ্যবাহী বৌ মেলা হিসাবে পরিচিতি লাভ করে।

ইউপি চেয়ারম্যান জননেতা আমিনুল ইসলাম রিমুন জানান, আমি চেয়ারম্যান হওয়ার আগেরথেকে প্রায় স্বাধীনতার পর থেকে এই বৌ মেলা দেখে আসছি। অষ্টিমি ও নবমির দিন থেকে আনন্দ ও উৎসব ছড়িয়ে পড়ে গোটা এলাকায়। নিজ এলাকাসহ বিভিন্ন এলাকা থেকে হাজারো মানুষের ঢল নামে এই মেলায়। আরতি প্রতিযোগিতায় ১৫জন প্রতিযোগিকে বিশেষ পুরস্কার প্রদান করা হয়। এ সময় পরিষদের ইউপি সদস্যসহ সূধীজন উপস্থিত ছিলেন।

বিপি/কেজে

You may also like

Leave a Comment

কানেকটিকাট, যুক্তরাষ্ট্র থেকে প্রকাশিত বৃহত্তম বাংলা অনলাইন সংবাদপত্র

ফোন: +১-৮৬০-৯৭০-৭৫৭৫   ইমেইল: [email protected]
স্বত্ব © ২০১৫-২০২৩ বাংলা প্রেস | সম্পাদক ও প্রকাশক: ছাবেদ সাথী