আনিছুর রহমান মানিক, ডোমার (নীলফামারী) প্রতিনিধি: নীলফামারীর ডোমারে ছিন্নমূল কর্মজীবিদের প্রতিভা অন্বেষণে সংগীত প্রতিযোগীতা ২০২৩ এর ফাইনাল রাউন্ড সেরা দশের মধ্যে ১ম মৌসুমি রায় তমা, ২য় তুলশী চক্রবর্তী, ৩য় নির্মল রায় বিজয়ী হয়েছে।
ডোমার উপজেলা পরিষদের চেয়ারম্যান এর আয়োজনে সোমবার (২০ নভেম্বর) সন্ধ্যায় উপজেলা পরিষদ মাঠে সাংস্কৃতিক মঞ্চে আলোচনা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন নীলফামারী- ০২ আসনের মাননীয় সংসদ সদস্য ও সাবেক সংস্কৃতিক বিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান নূর।
ডোমার উপজেলা পরিষদের চেয়ারম্যান তোফায়েল আহমেদ এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসাবে জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আ’লীগের সাধারণ সম্পাদক এ্যাড. মমতাজুল হক, নীলফামারী সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান সাহিদ মাহমুদ, সাবেক চেয়ারম্যান আবুজার রহমান, বীর মুক্তিযোদ্ধা আব্দুল জব্বার, মফিজার রহমান দুলাল, ইলিয়াস হোসেন, সহিদার রহমান মানিক, গোলাম মোস্তফা, দৈনিক প্রথম আলো’র উপ-সম্পাদক লাজ্জাত মহছি, উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল মালেক সরকার, জেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি কামরুজ্জামান, ডোমার থানা অফিসার ইনচার্জ মাহমুদ উন-নবী প্রমূখ উপস্থিত ছিলেন। শেষে প্রতিযোগীতায় সেরা দশের প্রথম পুরস্কার ৫০ হাজার টাকা, দ্বিতীয় পুরস্কার ২৫ হাজার, তৃতীয় পুরস্কার ১০ হাজার টাকা সহ অংশগ্রহনকারী ২০ জন শিল্পীকে বিশেষ পুরস্কার দেয়া হয়।
উল্লেখ্য- গত ২১ সেপ্টেম্বর ডোমার উপজেলার রিক্সা-ভ্যান চালক, কৃষি শ্রমিক, তাঁতীসহ ছিন্নমূল কর্মজীবিদের সংগীত প্রতিযোগীতার অডিশন উদ্বোধন করেন জেলা পরিষদের চেয়ারম্যান এ্যাড. মমতাজুল হক এবং প্রধান অতিথি ছিলেন নীলফামারী-০১ আসনের মাননীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আফতাব উদ্দিন সরকার।
প্রতিযোগীতায় ২শত ৬জন প্রতিযোগী অংশ গ্রহন করেন। দুইদিনে প্রাথমিকভাবে বাছাই পর্ব শেষে অডিশনে ৬৯জন শ্রমজীবি ও ছিন্নমূল নারী/পুরুষ প্রতিযোগি ইয়েস কার্ড প্রাপ্ত হয়। পঞ্চম রাউন্ডে ২৪ জন, সেমি ফাইনালে ১৬ জন প্রতিযোগি অংশগ্রহন শেষে সেরা ১০জন প্রতিযোগিকে চুড়ান্ত পর্বের জন্য বাছাই করেন বিচারক মন্ডলী। এই সেরা ১০ জনের মধ্যে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় নির্বাচিত করে ফাইলনাল রাউন্ড সর্ম্পন্ন হলো।
বিপি/কেজে