Home বাংলাদেশরংপুর ট্রেনের পরিচালক ও এটেনডেন্ট ফেনসিডিল সহ আটক

ট্রেনের পরিচালক ও এটেনডেন্ট ফেনসিডিল সহ আটক

by বাংলাপ্রেস ডেস্ক
A+A-
Reset

এম আর আলী টুটুল সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি :পঞ্চগড় থেকে ঢাকাগামী আন্তঃনগর পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনের পরিচালক ও এটেনডেন্টকে ৮০ বোতল ফেনসিডিল সহ আটক করেছে সান্তাহার রেলওয়ে থানা পুলিশ ।গত ২০ শে ডিসেম্বর বুধবার সন্ধ্যায় তাদের সান্তাহার রেলওয়ে স্টেশন থেকে দায়িত্বরত জিআরপি পুলিশ আটক করে।

জিআরপি পুলিশ সূত্রে জানা যায় , পঞ্চগড় থেকে ঢাকাগামী আন্তঃনগর পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনের পরিচালক হিসেবে জাহাঙ্গীর কবির (৪৫) ও প্যাসেঞ্জার এ্যাটেনডেন্ট হিসেবে সাদেকুল ইসলাম (৩২) দায়িত্ব পালন করছিলেন। সন্ধ্যায় ট্রেনটি সান্তাহার জংশন স্টেশনে পৌঁছার পর রেলওয়ে থানা পুলিশ ট্রেন পরিচালকের বগিতে অভিযান চালায়।

এসময় ট্রেন পরিচালক ও এ্যাটেনডেন্টের ট্রাভেল ব্যাগ তল্লাশী করে ৮০ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়। এজন্য তাদের গ্রেপ্তার করে পুলিশ।

গ্রেফতারকৃত জাহাঙ্গীর কবির ওরফে সুইট রাজবাড়ী জেলার কাজিকান্দা গ্রামের মিরাজ আলী ছেলে বর্তমানে সৈয়দপুরে অফিসার্স কলোনিতে রেলের বাসায় অ্যালট নিয়ে বসবাস করছে ও তার সহযোগী সাদেকুল ইসলাম ঠাকুরগাঁও জেলার আরজী কৃষ্ণপুর গ্রামের শমসের আলী ছেলে।

সান্তাহার জিআরপি থানার ওসি মুক্তার হোসেন জানান, আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করা হয়েছে।

বিপি/কেজে

You may also like

Leave a Comment

কানেকটিকাট, যুক্তরাষ্ট্র থেকে প্রকাশিত বৃহত্তম বাংলা অনলাইন সংবাদপত্র

ফোন: +১-৮৬০-৯৭০-৭৫৭৫   ইমেইল: [email protected]
স্বত্ব © ২০১৫-২০২৩ বাংলা প্রেস | সম্পাদক ও প্রকাশক: ছাবেদ সাথী