271
একটি মেয়ের খুনের কথা
শুনলে বলবে আ-হা রে
হাসিনা তখন বিরোধী নেতা
খালেদা ছিলো পাওয়ারে ।
যাত্রী সে নাইট কোচের
দিনাজপুরের মেয়ে
দশ মাইলে নামলো যখন
আসলো পুলিশ ধেয়ে।
কোথায় যাবে এত রাতে
পুলিশ ব্যাটা কয়
ওদের ভ্যানে উঠলে নাকি
থাকবেনা তার ভয়।
পুলিশ ভ্যানে উঠলো যখন
রেপ করেছে ওরা
খুন হয়েছে ওই মেয়েটি
হয়নি বাড়ি ফেরা।
শান্ত জেলার মানুষ গুলো
হঠাৎ হলো গরম
পুলিশ তখন বেপরোয়া
একটুও নাই শরম।
নিলর্জ্জ ওই পুলিশ গুলো
মিছিলে চালায় গুলি
লোক মেরেছে আরও ক’জন
উড়িয়ে দিল খুলি।
সেই মেয়েটির গল্প শুনে
বলেন সবাই আ-হা রে
খালেদাও নেই হাসিনাও নেই
ইউনূস আছেন পাওয়ারে।
জীবন ইজ্জত সবই দিলো
ইয়াসমিন তার নাম
হাসিনা-খালেদা কেউ কোনদিন
দিলোনা তার দাম।
যুক্তরাষ্ট্র প্রবাসী সাংবাদিক