– মেরুনা খান
আয়নাকি দেখ? সেতো প্রতিদিনই দেখি
পরিপাটি বা অগোছালো দুটোই
ক্লান্ত বা প্রফুল্ল, বিষণ্ণ বা আনন্দ,
সবই ত দেখি আয়নায়!
তবু কি বাদ পড়লো কিছু?
কপালের গভীর ভাজ,বয়সের সুক্ষ কারকাজ,
দেখেছি তো ! কিছু কিছু সাদা চুল-
হথাত উঁকি দেয়- কিছুই তো এড়ায় নি চোখ!
তবে কেন প্রশ্ন এই? আয়নায় কি দেখি নিজেকে?
কেমন প্রশ্ন এ খাপছারা- চিন্তার আগামাথা নেই!
তবু , খচখচে মন নিয়ে দেখলাম নিজেকে আবার,
এইতো আমি, আমিই তো।
ধীরে ধীরে বুজলাম ছখ,গভীর আঁধার ভেতরে।
কেউ নেই, আলো নেই, আমি নেই।
তবু যেন কে চেয়ে আছে আমার ভেতর।
আমার ভেতরে কে? আমার ভেতরে আমি?
কি অবিশ্বাস! এ আমি কোথায় ছিলাম?
গভীর অন্ধকারে শুধু দুটি চোখ
আমাকেই শুধায়,” কে তুমি”?
আমিত চিনিনা তাকে! অথবা সে আমাকে!
তবু এই প্রশ্ন আসে বারবার,”কে তুমি”?
আমারি ভেতরে বাস করে এক অন্য আমি.