বাংলাপ্রেস ডেস্ক: সবকিছু ঠিক থাকলে আগামী বছরের অমর একুশে গ্রন্থমেলা ২০২২ ফেব্রুয়ারির প্রথম দিন থেকেই শুরু হবে বলে জানিয়েছেন অমর একুশে বইমেলা পরিচালনা কমিটির সদস্য সচিব ও বাংলা একাডেমির পরিচালক ড. জালাল আহমেদ।
বুধবার (২২ ডিসেম্বর) বিষয়টি জানান তিনি। তিনি বলেন, এবারের বইমেলার জন্য আমরা মেলা প্রাঙ্গণ সাজানোর সময় বঙ্গবন্ধুর প্রতি যথাযথ শ্রদ্ধা জানাব এবং মুক্তিযুদ্ধের চেতনাকে সমুন্নত রাখবো। ইতোমধ্যেই বইমেলা ঘিরে শুরু হয়েছে নানা প্রস্তুতি।
তিনি আরও বলেন, সবকিছু ঠিক থাকলে অমর একুশে বইমেলা ফেব্রুয়ারির প্রথম দিন থেকেই শুরু হবে। আমরা সে লক্ষ্যেই কাজ শুরু করেছি। যদিও ফেব্রুয়ারির ১ তারিখে মেলার স্বাভাবিক সূচনা হয় প্রতিবার, তবে চলতি বছরটি ভিন্ন ছিল। কোভিডের কারণে আমাদের মার্চ এপ্রিলে মেলা পরিচালনা করতে হয়েছে। তবে আগামী মেলা ফেব্রুয়ারির প্রথম দিন থেকেই শুরু হবে বলে আশা রাখছি। বাংলা একাডেমি কর্তৃপক্ষ জানায়, মেলা অন্যান্যবারের মতো সোহরাওয়ার্দী উদ্যানেই হবে। অমর একুশে বইমেলার চিরায়ত নিয়ম অনুযায়ী মেলা যেভাবে শুরু ও শেষ হয় এবারও সেভাবেই হবে।
বিপি। আর এল