দুলাল হক, ঠাকুরগাঁও প্রতিনিধি:পুলিশের সেবাকে জনগণের নিকট পৌঁছে দেওয়া, সেবার কার্যক্রমকে গতিশীল ও কার্যকর করতে এবং পুলিশের সাথে জনগণের সম্পৃক্ততা বৃদ্ধি করার লক্ষে “বিট পুলিশিং বাড়ি বাড়ি, নিরাপদ সমাজ গড়ি” এই শ্লোগানে ঠাকুরগাঁওয়ে রুহিয়া থানার আয়োজনে ছাত্র-ছাত্রী ও অভিভাবকদের মাঝে নারী নির্যাতন,বাল্য বিবাহ, আত্মহত্যা, ইভটিজিং ও মাদক প্রতিরোধ কল্পে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
৩ ডিসেম্বর(শনিবার) বিকেলে রুহিয়া উচ্চ বিদ্যালয় মাঠে রুহিয়া থানার অফিসার ইনচার্জ সোহেল রানার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির হিসেবে উপস্থিত ছিলেন,ঠাকুরগাঁও পুলিশ সুপার মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন,অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সুলতানা রাজিয়া,ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মনিরুল হক বাবু,রুহিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মান্নান। অনুষ্ঠান সঞ্চালনা করেন,এসআই সজল বসাক।
বিপি>আর এল