আনিছুর রহমান মানিক, ডোমার (নীলফামারী) প্রতিনিধি: “দুর্নীতির বিরুদ্ধে ঐক্যবন্ধ বিশ্ব” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারাদেশের ন্যায় নীলফামারীর ডোমারে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস পালিত হয়েছে।
উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে শুক্রবার (৯ডিসেম্বর) সকাল ১০টায় উপজেলা পরিষদ চত্বর হতে দুর্নীতি বিরোধী মানববন্ধন এলাকার প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদের হলরুমে এক আলোচনা সভায় মিলিত হয়।
উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা নুরন নবী’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) জান্নাতুল ফেরদৌস হ্যাপি।
বিশেষ অতিথি হিসাবে উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুল মালেক সরকার, মহিলা ভাইস চেয়ারম্যান বেগম রৌশন কানিজ, উপজেলা আ’লীগের সভাপতি এ্যাড. মনোয়ার হোসেন, সাধারণ সম্পাদক মনজুরুল হক চৌধুরী, পৌর কমান্ডার বীর মুক্তিযোদ্ধা ইলিয়াস হোসেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শাকেরিনা বেগম প্রমূখ বক্তব্য রাখেন। অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা, নুরুল ইসলাম বিএসসি, লুৎফল হক ফাউন্ডেশনের সভাপতি আনজারুল হক, এ্যাড. মালা জেসমিন, শিক্ষিকা হোসনেআরা বেগম, সুজনের সভাপতি গোলাম কুদ্দুস আইয়ুব, ডাঃ ওমর ফারুকসহ স্কুল কলেজের ছাত্র/ছাত্রী ও উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ অংশগ্রহন করেন।
বিপি>আর এল