Home বাংলাদেশরংপুর ডোমারে উপজেলা পর্যায় বিষয় ভিত্তিক শিক্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

ডোমারে উপজেলা পর্যায় বিষয় ভিত্তিক শিক্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

by বাংলাপ্রেস ডেস্ক
A+A-
Reset

আনিছুর রহমান মানিক, ডোমার (নীলফামারী) প্রতিনিধি: নীলফামারীর ডোমারে শীর্ষক স্কিমের আওতায় ৫দিন ব্যাপী উপজেলা পর্যায় বিষয় ভিত্তিক শিক্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর আয়োজিত উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের সহযোগিতায় ১৫ জানুয়ারি সমাপনি দিবসে ডোমার বহুমূখি উচ্চ বিদ্যালয় ও ডোমার সরকারী বালিকা উচ্চ বিদ্যলয়ে অংশগ্রহনকারী শিক্ষকদের সাথে মতবিনিময় করেন নবাগত উপজেলা নিবাহী কর্মকর্তা পুবন আখতার।

এ সময় উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শাকেরিনা বেগম, ডোমার ডোমার বহুমূখি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রবিউল আলম, ডোমার সরকারী বালিকা উচ্চ বিদ্যলয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) শাহানা বিলকিছ প্রখূখ বক্তব্য রাখেন।

উক্ত কর্মশালায় বাংলা, ইংরেজি, গণিত, স্বাস্থ্য সুরক্ষা, ইতিহাস, সামাজিক বিজ্ঞান, ধর্ম, শিল্প ও সংস্কৃতি, ডিজিটাল টেকনোলজি বিষয়ে প্রশিক্ষণ দেয়া হয়। এতে স্কুল এন্ড কলেজ, মাধ্যমিক, নিম্ন মাধ্যিমিক ও মাদ্রাসা পর্যায়ের ৬শত ৩৫ জন শিক্ষক অংশগ্রহন করেন। শিক্ষার মান উন্নয়নে প্রশিক্ষণ কাজে লগিয়ে নিজ প্রতিষ্ঠানে তা বাস্তবায়নের পরামর্শ প্রদান করেন অতিথিবৃন্দ।

বিপি/কেজে

You may also like

Leave a Comment

কানেকটিকাট, যুক্তরাষ্ট্র থেকে প্রকাশিত বৃহত্তম বাংলা অনলাইন সংবাদপত্র

ফোন: +১-৮৬০-৯৭০-৭৫৭৫   ইমেইল: [email protected]
স্বত্ব © ২০১৫-২০২৩ বাংলা প্রেস | সম্পাদক ও প্রকাশক: ছাবেদ সাথী