আনিছুর রহমান মানিক, ডোমার (নীলফামারী) প্রতিনিধি: নীলফামারীর ডোমারে শিক্ষাক্রম ২৩ সংস্কার, বিতর্কিত পাঠ্যক্রম বাতিল ও পাঠ্যক্রম প্রণয়নে জড়িতদের তদন্ত পূর্বক শাস্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সকাল ১০ টায় ডোমার রেলঘুন্টি মোড়ে ঘন্টা ব্যাপী মানববন্ধনের কর্মসূচি পালন করেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ ডোমার উপজেলা শাখা। ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ ডোমার উপজেলা শাখার সভাপতি মোরছালিন ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা সহ সভাপতি খাইরুল ইসলাম, ক্বারী আবু জাফর, মাওলানা ময়নুল হক, মাদ্রাসা শিক্ষক হযরত মাওলানা আবু হোরায়রা, উপজেলা শাখার সদস্য মাওলানা মোক্তার হোসেন, সোনারায় ইউনিয়নের
সভাপতি হাফেজ মোঃ সিফাত প্রমুখ।
এসময় মানববন্ধনে বক্তারা বিতর্কিত পাঠ্যক্রমের নিন্দা করেন এবং পাঠ্যক্রম প্রণয়নে জড়িতদের তদন্ত পূর্বক শাস্তির দাবি জানান।
বিপি/কেজে