১৪ অক্টোবর ২০২৫

১২ মাসে জয়ের চেয়ে হার বেশি, তবু বেতন বাড়ছে বাবর-সালমানদের

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪২ পিএম
১২ মাসে জয়ের চেয়ে হার বেশি, তবু বেতন বাড়ছে বাবর-সালমানদের
  বাংলা প্রেস ডেস্ক: সর্বশেষ ১২ মাসে পাকিস্তান তিন সংস্করণে ৪২টি ম্যাচ খেলে জিতেছে ১৭টি, হেরেছে ২৫টি। তবু পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) বেতন বাড়াতে যাচ্ছে বাবর আজম, সালমান আগাদের। বেতন বাড়তে যাচ্ছে বাবর আজম, সালমান আগাদের। পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) ২০২৪-২৫ অর্থবছরে কেন্দ্রীয় চুক্তিতে থাকা ক্রিকেটারদের বেতন ৩৭ শতাংশ বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। বাজেট এরই মধ্যে অনুমোদন দিয়েছে পিসিবির বোর্ড অব গভর্নরস। ক্রিকেটারদের জন্য বার্ষিক বাজেট ধরা হয়েছে ১ হাজার ১৭৩ কোটি ৪৯ লাখ পাকিস্তানি রুপি। এ খবর দিয়েছে ভারতীয় সংবাদ সংস্থা পিটিআই। বাড়ছে কেন্দ্রীয় চুক্তিতে থাকা খেলোয়াড়ের সংখ্যাও। আগে কেন্দ্রীয় চুক্তিতে থাকতেন ২৫ জন, যা এখন বাড়িয়ে ৩০ জন করা হবে। তবে ঘরোয়া চুক্তির ক্ষেত্রে বাজেট কাটা হয়েছে প্রায় ৩৪ শতাংশ। আগে যেখানে এই বাজেট ছিল ৬৮ কোটি ৪০ লাখ রুপি। তা কমিয়ে করা হয়েছে ৪৫ কোটি রুপি। নাম প্রকাশে অনিচ্ছুক একটি সূত্র পিটিআই-কে বলেছে, ঘরোয়া ক্রিকেটারদের চুক্তির বাজেট প্রায় ৩৪ শতাংশ কমানো হয়েছে। সাম্প্রতিক সময়ে ধারাবাহিকভাবে ব্যর্থ পাকিস্তান ক্রিকেট দল। ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপ ও ২০২৫ চ্যাম্পিয়নস ট্রফিতে দ্বিতীয় রাউন্ডেও যেতে পারেনি তারা। ঘরের মাঠে টেস্ট সিরিজে বাংলাদেশ কাছে ২–০ ব্যবধানে সিরিজ হেরেছে দলটি। গত ১২ মাসে পাকিস্তানের জয়ের সংখ্যা সর্বশেষ ১২ মাসে পাকিস্তান ৯ টেস্ট খেলে জিতেছে মাত্র ৩টি, হেরেছে ৬টি। একই সময়ে ১৭টি ওয়ানডে খেলে ৮টি জিতেছে, হেরেছে ৯টি। অন্যদিকে ১৬টি টি-টোয়েন্টির মধ্যে জিতেছে ৬টি, হেরেছে ১০টি। সব মিলিয়ে সর্বশেষ ১২ মাসে পাকিস্তান তিন সংস্করণে ৪২টি ম্যাচ খেলে জিতেছে ১৭টি, হেরেছে ২৫টি। পিসিবি কেন্দ্রীয় চুক্তিতে নারী ক্রিকেটারদের সংখ্যা ১৬ থেকে বেড়ে ২৪ করতে যাচ্ছে। ঘরোয়া ক্রিকেটে নারীদের জন্য বাজেটও বাড়ছে, যদিও পরিমাণটা খুব বেশ নয়। নারী ক্রিকেটের ঘরোয়া বাজেটে ৪ শতাংশ বাড়তি বরাদ্দ দেওয়া হয়েছে। তাতে বরাদ্দ দাঁড়িয়েছে ৩ কোটি ৭২ লাখ রুপি। এ ছাড়া পিসিবি ১২টি প্রথম শ্রেণির মাঠের দায়িত্ব নিজে নিচ্ছে। এ মাঠগুলোর পিচ প্রস্তুতি ও রক্ষণাবেক্ষণের জন্য বরাদ্দ করা হয়েছে ৯ কোটি ৩৬ লাখ রুপি। লাহোরের গাদ্দাফি স্টেডিয়াম, করাচির ন্যাশনাল স্টেডিয়াম ও রাওয়ালপিন্ডি স্টেডিয়ামে চলমান সংস্কারকাজে আরও প্রায় ২ হাজার ৪০০ কোটি টাকা ব্যয় করা হবে। অবশ্য গত অর্থবছরেই এই তিন ভেন্যুর জন্য ১ হাজার ৮০০ কোটি রুপি। [বাংলা প্রেস বিশ্বব্যাপী মুক্তচিন্তার একটি সংবাদমাধ্যম। স্বাধীনচেতা ব্যক্তিদের জন্য নিরপেক্ষ খবর, বিশ্লেষণ এবং মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজ আগের চেয়ে আরও বেশি গুরুত্বপূর্ণ।] বিপি > এস পি
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন