১৪ অক্টোবর ২০২৫

১২৮ বছরের রেকর্ড ভাঙলেন সাকিব-মিরাজ

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
১২৮ বছরের রেকর্ড ভাঙলেন সাকিব-মিরাজ

বাংলাপ্রেস ডেস্ক : মিরপুর টেস্টে দ্বিতীয় দিনই কোণঠাসা ওয়েস্ট ইন্ডিজ। বাংলাদেশের ৫০৮ রানের পাহাড়সম সংগ্রহের জবাবে ২৯ রান তুলতেই ৫ উইকেট হারিয়ে ফেলে সফরকারিরা। পরের দিকে একটু প্রতিরোধ গড়লেও ম্যাচে বেশ খারাপ অবস্থায় আছে ক্যারিবীয়রা। নাম লিখিয়ে ফেলেছে অস্বস্তির এক রেকর্ডেও।

ব্যাটিং বিপর্যয় ক্রিকেটের অংশ। তবে টেস্টের মতো ঐতিহ্যবাহী ফরমেটে শীর্ষ ৫ ব্যাটসম্যানকেই বোল্ড হতে দেখেছেন কখনও? যারা মনে করতে চাইছেন, ক্ষান্তি দিন। দেখার প্রশ্নই উঠে না। এমন ঘটনা তো শেষবার ঘটেছিল ১২৮ বছর আগে!

এবার এমন রেকর্ডে নাম লেখালেন বাংলাদেশের বোলাররা। আলাদা করে বললে দুই স্পিনার সাকিব আল হাসান আর মেহেদী হাসান মিরাজ। আজ মিরপুরে ক্যারিবীয় ইনিংসের শীর্ষ ৫ ব্যাটসম্যানই যে বোল্ড হয়েছেন তাদের ঘূর্ণিতে। এর মধ্যে মিরাজ নিয়েছেন ৩ উইকেট, সাকিব ২টি।

টেস্ট ইতিহাসে এমন ঘটনা এ নিয়ে তৃতীয়বার। শেষবার ঘটেছিল ১৮৯০ সালে। প্রথমবার ১৮৭৯-তে। ১২৮ বছর পর বিশ্ব ক্রিকেট কোনো দলের শীর্ষ পাঁচ ব্যাটসম্যানকেই বোল্ড হতে দেখল। এর মধ্যে আবার একটি দিক দিয়ে আগের দুই ঘটনাকেও ছাড়িয়ে গেছে বাংলাদেশ। এর আগে কখনই শুধু স্পিনাররা প্রতিপক্ষের শীর্ষ ৫ ব্যাটসম্যানকে বোল্ড করেননি। টেস্ট ক্রিকেটের ইতিহাসে বাংলাদেশই প্রথম ঘটালো এমন 'দুর্ঘটনা'।

বাংলাপ্রেস/এফএস

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন