১৪ অক্টোবর ২০২৫

২ কোটি টাকা ক্ষতিপূরণ পেলেন ক্রিস গেইল

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
২ কোটি টাকা ক্ষতিপূরণ পেলেন ক্রিস গেইল

বাংলাপ্রেস ডেস্ক: যৌন নির্যাতনের মতো বড় ধরণের অভিযোগ থেকে মুক্তি পেলেন ক্যারিবীয় মহাতারকা ক্রিস গেইল। এই ব্যাটিং দানবের বিরুদ্ধে ২০১৫ বিশ্বকাপে এক নারী ব্যায়ামবিদের সঙ্গে অভাব্য আচরণের অভিযোগ উঠেছিল। অভিযোগের প্রেক্ষিতে মানহানির মামলা করে বসেন গেইল। এতদিন পর তার রায়ে নিজের পক্ষে পেলেন তিনি। সম্মান ফেরত পাওয়ার পাশাপাশি পেলেন ২ কোটি টাকা ক্ষতিপূরণ।

২০১৫ অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ড বিশ্বকাপে নিজের কক্ষে আসা নারী ব্যায়ামবিদকে (masseur) নিজের স্পর্শকাতর জায়গা দেখিয়ে অশালীন আচরণের অভিযোগ উঠেছিল গেইলের বিরুদ্ধে। ঘটনা প্রকাশ্যে আসার পর অজি মিডিয়া উঠেপড়ে লাগে গেইলের পেছনে। এক কথায় তারা ধুয়ে দেয় ক্যারিবীয় দানবকে। রেগেমেগে খবরটি প্রচার করা ‘ফেয়ারফ্যাক্স মিডিয়া’র বিরুদ্ধে মানহানির মামলা ঠুকে দেন গেইল। এতেই জিতে গেলেন তিনি।

সিডনি মর্নিং হেরাল্ড, নিউ এজের মতো নামকরা সব পত্রিকা প্রকাশ করে থাকে এই ফেয়ারফ্যাক্স মিডিয়া। কিন্তু ২০১৭ সালে সেই মামলার শুনানিতে সংস্থাটির পক্ষের আইনজীবী নিজেদের খবরের সত্যতা প্রমাণ করতে ব্যর্থ হন। ফলে মামলায় জিতে যান গেইল।একই বছর ঘোষিত রায়ে আদালত অতি সত্বর গেইলকে বাংলাদেশি মুদ্রায় ২ কোটি টাকা পরিশোধের নির্দেশ দেন ‘ফেয়ারফ্যাক্স মিডিয়া’কে। এতদিন পর মিথ্যা অভিযোগ থেকে মুক্তির পাশাপাশি কড়কড়ে টাকাও পেয়ে গেলেন ক্যারিবীয় দানব।

বিপি/আর এল

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন