১৫ অক্টোবর ২০২৫

৪ দিনের সফরে আগামী সপ্তাহে চীনে যাচ্ছেন পুতিন

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪২ পিএম
৪ দিনের সফরে আগামী সপ্তাহে চীনে যাচ্ছেন পুতিন
বাংলাপ্রেস ডেস্ক: রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন আগামী সপ্তাহে চার দিনের সফরে চীনে যাচ্ছন। সেখানে তিনি সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশন (এসসিও) সম্মেলনে যোগ দেবেন। রাশিয়ার গণমাধ্যম এ খবর জানিয়েছে। ক্রেমলিনপন্থি ভাষ্যকার পাভেল জারুবিন এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, পুতিনের সফরকালে বৃহৎ-পরিসরে আলোচনার পরিকল্পনা করা হয়েছে। তবে কী নিয়ে আলোচনা হবে তা প্রকাশ করা হয়নি। জরুবিনের উদ্ধৃতি দিয়ে রাশিয়ার গণমাধ্যম জানায়, ‘ভ্লাদিমির পুতিন চীনে চারদিনের সফরে যাবেন। রাশিয়ান এবং চীনা প্রতিনিধিদের মধ্যে বড়-পরিসরে আলোচনার পরিকল্পনা করা হয়েছে।’ ইউক্রেনের সংবাদ সংস্থা ‘আরবিসি-ইউক্রেইন’ জানায়, চীন সফরকালে পুতিন তিয়ানজিনে সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশন সম্মেলনে অংশ নেবেন। ৩১ অগাস্ট থেকে ১ সেপ্টম্বরে এই সম্মেলন অনষ্ঠিত হওয়ার কথা রয়েছে। চীনের সহকারী পররাষ্ট্রমন্ত্রী লিউ বিন এর আগে জানিয়েছিলেন, এই সম্মেলনে বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধান, ২০টিরও বেশি দেশ থেকে সরকারি প্রতিনিধিদল এবং ১০টি আন্তর্জাতিক সংগঠন থেকে প্রতিনিধিরা যোগ দেবেন। রাশিয়ার সংবাদমাধ্যম আরটি’র খবরে বলা হয়েছে, চীনের প্রেসিডেন্ট শি জিনপিংও বিদেশি নেতা এবং আন্তর্জাতিক কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবেন রাজধানী বেইজিংয়ের সঙ্গে তিয়ানজিনকে সংযুক্তকারী হাই নদীর তীরে। গত জুলাইয়ে দ্য টাইমস পত্রিকার খবরে বলা হয়েছিল, চীনের প্রেসিডেন্ট শি জিন পিং যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে নিয়ে একটি ত্রিপক্ষীয় বৈঠক আয়োজন করতে চান। সেপ্টেম্বরে চীনে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষের দিবস উদযাপন উপলক্ষে একটি প্যারেডে ট্রাম্পকে আমন্ত্রণ জানানোর পরিকল্পনাও করেছিলেন শি জিনপিং। পুতিন এরই মধ্যে সেই আমন্ত্রণ গ্রহণ করেছেন। তিনিও অনুষ্ঠানে অংশ নেবেন বলেই আশা করা হচ্ছে। ক্রেমলিন অবশ্য পরে এই খবর অস্বীকার করেছে। পুতিনের প্রেস সেক্রেটারি দিমিত্রি পেসকভ বলেছেন, মস্কো ত্রিপক্ষীয় বৈঠকের কোনোরকম প্রস্তুতির বিষয়ে কিছু জানে না। চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এবং রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন সবশেষ গত মে মাসে বৈঠক করেছিলেন। সে সময় চীনের প্রেসিডেন্ট শি ৯ মে রাশিয়ার বিজয় দিবস উপলক্ষে মস্কো সফর করেছিলেন। এই সফর কয়েকদিন স্থায়ী হয়েছিল। [বাংলা প্রেস বিশ্বব্যাপী মুক্তচিন্তার একটি সংবাদমাধ্যম। স্বাধীনচেতা ব্যক্তিদের জন্য নিরপেক্ষ খবর, বিশ্লেষণ এবং মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজ আগের চেয়ে আরও বেশি গুরুত্বপূর্ণ।] বিপি/টিআই
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন