১৪ অক্টোবর ২০২৫

৫ বল খেলে আর্জেন্টিনাকে হারিয়েও রেকর্ডে নাম তুলতে পারল না কানাডা

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪২ পিএম
৫ বল খেলে আর্জেন্টিনাকে হারিয়েও রেকর্ডে নাম তুলতে পারল না কানাডা
বাংলাপ্রেস ডেস্ক:  শিরোনাম পড়ে সুপার ওভারের কথাই প্রথমে মনে হতে পারে। টাই হলে ম্যাচের নিষ্পত্তি হয় সুপার ওভারে। তবে এমন কিছু না হয়েও যে ৫ বলে ম্যাচ শেষ হতে পারে এমন ঘটনাই দেখেছে ক্রিকেট বিশ্ব। সেটিও ওয়ানডে।৩০০ বলের খেলা মাত্র ৫ বলেই শেষ করে দিয়েছে কানাডার অনূর্ধ্ব-১৯ দল। ছেলেদের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ-২০২৫ আমেরিকা অঞ্চলের বাছাইপর্বে আর্জেন্টিনার যুবাদের বিপক্ষে এমন বীরত্ব দেখিয়েছে কানাডা। জর্জিয়ার পরম বীর স্পোর্টস কমপ্লেক্সে প্রথমে ব্যাটিং করে ২৩ রানে অলআউট হয়। ১৯.৪ বল খেলা আর্জেন্টিনার কোনো ব্যাটারই দুই অঙ্কের ঘর স্পর্শ করতে পারেনি।পারবে কী করে? আর্জেন্টিনার ৭ ব্যাটারই যে ডাক মেরেছেন। সর্বোচ্চ ৭ রান করেছেন অট্টো সরোনদো। ওপেনারের সমান ৭ রান এসেছে ‘মিস্টার এক্সট্রা’ থেকে। আর্জেন্টিনাকে এমন ধ্বংসস্তূপে দাঁড় করান লেগস্পিনার জগমোহন পাল।৭ রানে নেন ৬ ‍উইকেট।লক্ষ্য তাড়া করতে নেমে মাত্র ৫ বলেই জয় নিশ্চিত করেন দুই ওপেনার যুবরাজ সামরা ও ধরম প্যাটেল। ৪ বলে সমান ২ চার ও ছক্কায় হাঁকিয়ে ম্যাচ শেষ করেন ২০ রান করা কানাডার জাতীয় ও অনূর্ধ্ব-১৯ দলের ওপেনার। তার সঙ্গী ধরম অপরাজিত ১ রানে। বাকি ৩ রান আসে বোলার ফ্র্যাঞ্জ বুর ওয়াইড থেকে।তাতে ২৯৫ বল হাতে রেখে ১০ উইকেটের জয় পায় কানাডা। কানাডার কাছে বিধ্বস্ত হলেও যুব পর্যায়ের ওয়ানডেতে সর্বনিম্ন রানে অলআউট হওয়ার রেকর্ড আর্জেন্টিনার নয়, স্কটল্যান্ডের। ২০০৪ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে অস্ট্রেলিয়ার বিপক্ষে ২২ রানে অলআউট হয়েছিল স্কটিশরা। লক্ষ্য ৩.৫ ওভারে পেরিয়ে দ্রুততম রান তাড়ার রেকর্ড গড়ে অস্ট্রেলিয়া। কানাডার ৫ বলে ম্যাচ জয়ের পরেও। কারণ, কানার্ডা-আর্জেন্টিনার ম্যাচটা যুব ওয়ানডে মর্যাদা পায়নি। ফলে আর্জেন্টিনাকে এভাবে বিধ্বস্ত করেই ইতিহাসের পাতায় লিখিতভাবে ঠাঁই পাওয়া হলো না কানাডার।
[বাংলা প্রেস বিশ্বব্যাপী মুক্তচিন্তার একটি সংবাদমাধ্যম। স্বাধীনচেতা ব্যক্তিদের জন্য নিরপেক্ষ খবর, বিশ্লেষণ এবং মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজ আগের চেয়ে আরও বেশি গুরুত্বপূর্ণ।] বিপি>টিডি
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন